দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার লাভ করেছে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যন এম এ মান্নান ভূঁইয়া। নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত উপ-পরিচালক ই,আ,ম মাসুদ মজুমদারের সভাপতিত্বে জাতীয় যুব দিবসে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাকিব আল রাব্বি।
শ্রেষ্ঠ সংগঠক ও সফল আত্মর্র্কমীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ নাছির আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খোরশেদ আলম ও জাগো ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সাবরিনা মমতাজ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার লাভ করে অনুভুতি প্রকাশে মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যন এম এ মান্নান ভূঁইয়া বলেন, দেশ ও জাতি গঠনে স্বেচ্ছাসেবীদের ভুমিকা অপরিসীম। সামাজিক কাজে বাধা বিপত্তি এবং অপপ্রচার থাকবেই। মানবিক যোদ্ধারা কখনো থেমে থাকেনা। তারা সব সময় মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করে যায়। পরিশেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply