টাঙ্গাইল প্রতিনিনিধিঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপনির্বাচনে প্রয়াত মেয়র মো. সাহাদৎ হোসেন সুমনের স্ত্রী সালমা আক্তার ওরফে শিমুই পেলেন আওয়ামীলীগের দলীয় টিকিট।
মঙ্গলবার সন্ধায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টুর কার্যালয়ে দলীয় প্রার্থীদের নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান, উপনির্বাচনে অংশ নিতে দলীয় নেতারা প্রস্তুতি নিচ্ছিলেন। তবে প্রয়াত মেয়র এর প্রতি শ্রদ্ধার পাশাপাশি নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে প্রার্থীদের নিয়ে আলোচনা করে তাঁর স্ত্রী সালমা আক্তার শিমুকে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। সভায় অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সহসভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন, মির্জাপুর পৌর আ.লীগের সভাপতি ফরহাদ উদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবুল হোসেন ও যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সালমা আক্তার ওরফে শিমু বলেন, আমি দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞ। আমি প্রয়াত মেয়রের অসমাপ্ত কাজ যেন শেষ করতে পারি সেজন্য সকলের সার্বিক নহযোগিতা ও দোয়া চাই।
উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারি মেয়র সুমন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পর ১ মার্চ স্থানীয় সরকার বিভাগ মেয়র পদটি শূন্য ঘোষণা করে। আগামী ১০ অক্টোবর শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply