অপরাধের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধীদের বাঁচাতে কোনো সংসদ সদস্যই যেন চেষ্টা না করেন, সে নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরো বলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার পেছনের কারণ উদ্ঘাটনের সঙ্গে হামলায় মদদদাতাদেরও খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।
বুধবার ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দেওয়া বক্তব্যে প্রধানন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এসংক্রান্ত সম্পূরক প্রশ্নটি উত্থাপন করেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘এমপিদের কাছে আমার অনুরোধ থাকবে, তাঁরা যেন অপরাধীদের রক্ষার চেষ্টা না করেন। অপরাধ যে করে ও অপরাধীকে যারা রক্ষা করে, তারা সমানভাবে দোষী।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ইতমধ্যে ইউএনওর ওপর যে ঘটনা ঘটে গেছে, সেটি তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার আসল রহস্যটা আসলে কী, তা খতিয়ে দেখা হচ্ছে। বলা হচ্ছে, তারা চুরি করার জন্য সেখানে গিয়েছিল। কিন্তু আসলে সেখানে আরো কী কী ঘটনা থাকতে পারে, সেগুলো এখন যথাযথভাবে দেখা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘ইউএনওকে হেলিকপ্টারে করে সাথে সাথে নিয়ে এসে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সব ধরনের ব্যবস্থাই কিন্তু আমরা গ্রহণ করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমি আগেই বলেছি, অপরাধী কিন্তু আমার চোখে অপরাধী। সে কোন দল, কে, কী, আমি কিন্তু সেটা বিচার করি না। সেটা আপনারা দেখেছেন। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়ব না।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply