এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ দুরন্ত সত্যের সন্ধানে “দুসস” এ মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনের নাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নিয়ে নিজ প্রচারের পর টাঙ্গাইলের সখীপুরে মসজিদের সামনে ঢাকাই চলচ্চিত্র নায়িকা মুনমুনকে নাচিয়ে ভুল স্বীকার করে সেই মসজিদের সামনে তওবা ও কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করেছেন ওই নাচের আয়োজকেরা। গত ৫ সেপ্টেম্বর উপজেলার পলাশতলী বাজারের একটি মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনের নাচের আসর বসানো হয়। ওই নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সেই মসজিদের সামনে গিয়ে অঝোর ধারায় কান্না করে ক্ষমা চান আয়োজকেরা।
এ সময় কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও পলাশতলী কলেজের প্রতিষ্ঠাতা কাজী আশরাফ সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মাস্টার, পীর এনায়েত করিম, মফিজ উদ্দিন মাস্টা, পলাশতলী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ডা. দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবদুস সামাদ, রফিকুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকেরা মসজিদটি সংস্কারে সহযোগিতারও আশ্বাস দেন।
গত শনিবার উপজেলা মাইক্রোবাস মালিক ও শ্রমিকেরা চিত্রনায়িকা মুনমুনকে পলাশতলীতে নৌ ভ্রমণে নিয়ে আসেন। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে সেই নাচের ভিডিও ইউটিউব ও ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।
আয়োজক কমিটির অন্যতম উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ স্বপন মিয়া জানান, এ ঘটনায় আমরা দারুণভাবে অনুতপ্ত। আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি।
উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি ও সখীপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল্লাহ বেলালী বলেন, আয়োজক কমিটি ভুল স্বীকার করে তওবা করেছে। তারা ভবিষ্যতে এ ধরণের কাজ আর না করার অঙ্গীকার করেছেন
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply