নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সোহাগ (২২), মোঃ নাজিম (২৪) ও মোঃ আকতার হোসেন ওরফে রাসেল (২৭)। এসময় তাদের হেফাজত হতে ২৪ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
১৪ সেপ্টেম্বর, ২০২০ দিবাগত রাত ১.১০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী ডিএমপি নিউজকে জানান, গোপনসূত্রে জানা যায় কতিপয় মাদক ব্যবসায়ী মগবাজার হতে তেজগাঁও শিল্পাঞ্চলে এর দিকে পিকআপ গাড়ীযোগে গাঁজা নিয়ে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল সাত রাস্তার মোড় আকিজ সিএনজি পাম্প এর সামনে গাড়ী তল্লাশী করার নিমিত্তে চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে তল্লাশী চলাকালে রাত ১.১০ টায় পিকআপ গাড়িটি উক্ত স্থানে আসলে থামানোর জন্য পুলিশ সিগন্যাল দেয়। সিগন্যাল অমান্য করে ব্যারিকেড ভেঙ্গে পালানোর চেষ্টা কালে পুলিশ ধাওয়া করে উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ গাড়ীসহ ০৩ (তিন) জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে তিনি আরো বলেন, তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাধ্যমে উক্ত গাঁজা সংগ্রহ পূর্বক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply