এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) একটি পুকুরে আধিপত্য বিস্তার নিয়ে শালিসী বৈঠকে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য সোনা মিয়া (৪৫) গুরুতর আহত হয়েছে। এসময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত আরও ৭ জন আহত হয়েছেন।
এঘটনায় উভয়পক্ষই মামলা দায়ের করেছে। পুলিশ একজনকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
জানা যায়, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় (৮নং কালভার্টের পশ্চিমে) বাসেকর নিয়ন্ত্রণাধীন ধলাটেঙ্গর মৌজার ১.২০ একর পরিমাপের একটি পুকুর গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন নামক একটি সংগঠনকে ২৫ বছরের জন্য বন্দোবস্ত দেয়।
কয়েক বছর আগে গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের বন্দোবস্ত চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর থেকে আনালিয়াবাড়ি গ্রামের মোল্লা, ফকির ও প্রামাণিক পরিবারের যাদের জমি বাসেক অধিগ্রহন করেছিল, তারা ওই পুকুরে মাছ চাষ করছিল। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম মন্ডল সোনার নেতৃতে প্রামানিক বংশ একটি পুকুর মাছ চাষের জন্য আবদার জানায়। প্রতিপক্ষ আবদার না মানলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এ নিয়ে গত শুক্রবার আনালিয়াবাড়ি ঈদগাঁও মাঠে গ্রাম্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সালিশি বৈঠকে সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমের সভাপতিত্বে কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।
সালিশের শেষ পর্যায়ে আকষ্মিকভাবে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ইউপি সদস্য শফিকুল ইসলাম মন্ডল সোনা (৪২), হারুন মন্ডল (২৮), জয়নাল প্রামাণিক (৩৫), মিজানুর প্রামাণিক (৪২) ও শহিদুল ইসলাম মন্ডল (৩৫) আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় প্রামাণিক পরিবারের পক্ষ থেকে মো. সুমন প্রামাণিক বাদি হয়ে রোববার (২০ সেপ্টেম্বর) টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কালিহাতী আমলী) আদালতে মামলা (নং-৩২৬/২০২০ইং) দায়ের করলে পুলিশ একজনকে গ্রেফতার করে।
পাল্টাপাল্টি মামলা দায়ের করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় পুনরায় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
বাসেক বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, পুকুরটি তাদের মালিকানাধীন। গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের বন্দোবস্তের মেয়াদ শেষ হওয়ার পর পুকুরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ যাতে মাছ না ছাড়ে বা অন্য কোনভাবে দখল-জবরদখল না করে সেজন্য কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সংঘর্ষে আহত ইউপি সদস্য শফিকুল ইসলাম মন্ডল সোনা জানান, সালিশি বৈঠকে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। গ্রামের কেউ তাকে আঘাত করতে পারেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না।
সালিশি বৈঠকের সভাপতি সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, সরকারি পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রামাণিক ও মন্ডল পরিবারের মধ্যে বিরোধ। ওই বিরোধ মিমাংসার জন্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ইউপি সদস্য শফিকুল ইসলাম মন্ডল সোনা বক্তব্য উপস্থাপনের সময় তার ভাই হালিমুজ্জামান মন্ডল হিরো বৈঠকে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
কালিহাতী থানার ওসি সওগাতুল আলম জানান, আনালিয়াবাড়িতে সংঘর্ষের ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিয়েছে। গুরুত্বর আহত বিবেচনা করে মন্ডল পরিবারের অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করা হয়েছে। তবে দুটি অভিযোগেরই তদন্ত চলছে।
কালিহাতী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দশকিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়া জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখ ও ন্যাক্কারজনক। প্রতিপক্ষরা আমাদের উপস্থিতিতেই ইউপি সদস্য সোনা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন।
কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান জানান, সালিশি বৈঠকে সংঘর্ষের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সালিশে এ ধরনের সংঘর্ষ সামাজিক অবক্ষয়ের অংশ। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply