এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলা ৩নং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন সদ্য প্রয়াত চেয়্যারম্যান রুহুল আমীন খান খোকনের ছেলে তোফায়েল আহমেদ খান।
ঘারিন্দা ইউনিয়নের সকল শ্রেনীর জনসাধারন ও ভোটাররা তোফায়েল আহমেদকে নৌকার টিকিট দিয়ে ঘারিন্দা ইউনিয়নের উন্নয়নের জন্য মনোনিত করায় সাধুবাদ জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগকে ।
জানা যায় ,ঘারিন্দা ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়াম্যান রুহুল আমীন খান খোকন ২০০৩এবং ২০১৬ সালের ইউপি নির্বাচনে ঘারিন্দা ইউপি চেয়ারম্যান হিসাবে সফল দায়িত্ব পালন করেন । তিনি চলতি বছরে গত ২৮ জানুয়ারী অসুস্থতাজনিত কারণে মৃত্যু বরন করেন ।
এরপর ১৫ সেপ্টেম্বর জেলা নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন । এর পরিপ্রেক্ষীতে আ:লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন ৪ জন এরা হলেন ,বেনজির রশিদ ,মোস্তফা তালুকদার, মারুফ হোসেন সুমন, এবং বিএনপি থেকে সৈয়দ শাহিন, স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার আবু ।
আ:লীগ ২১ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে গনভবন থেকে তোফায়েল আহমেদ কে দলীয় প্রার্থী হিসাবে ঘোষনা করেন ।
আঃলীগ মনোয়নপ্রাপ্ত তোফায়েল আহমেদ ঢাকা কুইন্স ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে প্রয়াত রুহুল আমীন খান খোকনের হাত ধরে রাজনীতি শুরু করেন । এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে। রাজনীতির পাশাপাশি ব্যবসা শুরু করেন তোফায়েল আহমেদ ।
জানা যায়, তার হাতে গড়া টাঙ্গাইল শিক্ষাক্ষেত্রে এক অনন্য অবদান টাঙ্গাইল কমার্স কলেজে প্রতিষ্ঠা করেন তিনি ।
ঘারিন্দা ইউনিয়নে তোফায়েল আহমেদ নৌকার মাঝি হওয়ায় তৃনমূল থেকে সবাই ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ।
সরজমীনে গিয়ে জানা যায় তারটিয়া, বড়রিয়া, জোয়াইর, বীরনাহালী, হাতিলা, পয়লা, আউলটিয়া, ধরাট, সারুটিয়া, পারকুশিয়া বিভিন্ন পেশা জীবি মানুষের সাথে কথা বলে জানা যায় , তোফায়েল আহমেদ ইউনিয়নের চেয়ারম্যান হলে আমাদের ইউনিয়নের উন্নয়নের মুখ দেখতে পারবো । বিভিন্ন এলাকার কাচাঁ রাস্তা পাকা করতে পারবে । আমরা তাকে নৌকার মাঝি পেয়ে অনেক খুশি হয়েছি ।
তোফায়েল আহমেদ জানায়, আমি নির্বাচিত হলে মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তুলবো ,৩ নং ঘারিন্দাকে একটি মডেল ইউপি পরিষদ হিসাবে গড়ে তুলবো । আমার বাবার সপ্ন ছিলো ঘারিন্দা ইউনিয়নের কেউ না খেয়ে মারা যাবেনা আমি বর্তমান করোনা কালীন সময়ে প্রায় ১২০০ পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী পৌছায়ে দিছি । এবং পবিত্র ইদুল আযহা উপলক্ষে প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ইদ সামগ্রী পৌঁছায়ে দিছি । আশা রাখি আমি আপনাদের পাশে সব সময় সেবা করার জন্য থাকবো ।
উল্লেখ্য,আগামী ২০ আক্টোবর ৩ নং ঘারিন্দা ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply