কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলার উত্তর বনবিভাগ ঈদগাঁও মেহের ঘোনা রেঞ্জ কর্মকতার নেতৃত্বে প্রায় শতফুট ফাইপ সহ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়ার নেতৃত্বে ২ই অক্টোবর সকাল ৬ টায় মাছুয়াখালী বিট এলাকার কানসিরা ঘোনা নামক সরকারী সংরক্ষিত বনের মধ্যদিয়ে প্রবাহিত খাল হতে এবং পাহাড় কেটে অবৈধ বালু উত্তোলনের চেষ্টাকালে শতাধিক ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এতে ঈদগাও মেহেরঘোনা বন বিট কর্মকর্তা জাকের , কালির ছড়া বন বিট কর্মকর্তা কামরুলসহ অন্যান্য ভিলেজারগনও তাদের সাথে অভিযানে সহযোগিতা করেন। রেঞ্জ কর্মকতার সাথে কথা হলে তিনি অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও ফাইপ জব্দ
করার সত্যতা নিশ্চিত করেন এবং পাহাড় কেটে বালি তোলার কাজে জড়িতদের বিরুদ্বে পিওআর বন মামলা দায়ের করা হয়েছে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা।এলাকাবাসী ঈদগাঁও মেহের ঘোনা বনবিট কর্মকর্তাকে অভিযানে সাহসী ভুমিকা নেওয়ায় জন্য ধন্যবাদ জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply