নাটোর জেলা প্রতিনিধিঃনাটোরের বড়াইগ্রামে রাস্তার প্রকৃত সীমানা নিয়ে বিরোধে পাল্টাপাল্টি মামলা দায়েরের ফলে দীর্ঘদিন যাবৎ রাস্তার পাকাকরণ কাজ বন্ধ রয়েছে। রাস্তা নিয়ে আদালতে মামলা চলছে, মামলা নিশ্পত্তি হলে আদালতের নির্দেশ অনুযায়ী বসতবাটী দোকানপাট ও রাস্তা বর্তমান জায়গায় থাকবে নাকি সরিয়ে নেয়া হবে সেটা আইনি নোটিসে বলার কথা কিন্তু এদিকে দেখা যাচ্ছে ডাঃ মজিদ আকন্দ আদালতের তোকাক্কা না করে তার ভারা করা সন্ত্রাসী বাহিনী দারা বসতবাটী ও দোকানপাট ভাংচুর ও লুটপাট সহ নাশকতা চালান এতে প্রায় ৩০-৪০ লক্ষ টাকার ব্যক্তিমালিকানাধিন সম্পত্তি নষ্ট হয়, এমনকি বর্তমান চলমান পাকাকরণ রাস্তাটিকে ঠিকাদারের ইটবালু সহ কেটে নতুন জায়গায় রাস্তা তৈরি করেন ডাঃ মজিদ, এতে ঠিকাদার অনেক ক্ষতির সম্মুক্ষিন হন এবং নতুন মাটির দরুণ এখানে আর রাস্তা পাকা করা যাবে না,এতে করে প্রায় পাচটি গ্রামের সাধারণ জনগন চরম বিপত্তির সম্মুক্ষিন হচ্ছেন, তারা যানবাহন দিয়ে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছে না ৷
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর কাছ থেকে যানা যায় ডাঃ মজিদ সকাল বেলা তার বাহিনী নিয়ে প্রচুর পরিমানে ধারালো অস্রপাতী দারা আকস্বাৎ হামলা চালান, কিছুক্ষনের মধ্যে সবকিছু তছনছ করে ফেলেন ৷ আরো যানা যায় তারা পরপর তিনদিন এই তান্ডব চালান ৷ এতে এলাকাবাসী অনেক ভীত হয়ে আছেন ৷ তারা আরো বলেন যখন সন্ত্রাসী বাহিনী বাসতবাটি ভাংচুর করছিলেন তখন বসতবাটিতে এক মহিলা ও তার দুই ছোটছেলে উপস্তিত ছিলেন তারা আল্লাহর রহমতে মরতে মরতে বেঁচে যান ৷
ভুক্তভুগীদের দাবী বসতবাটী ও দোকানপাট উচ্ছেদ বিষয় নিয়ে আদালত থেকে কোন প্রকার আইনি নোটিস তারা পায়নি ৷ এসব কিছুই মজিদ করিয়েছে, এদিকে ভুক্তভুগীর পরিবার ভাংচুর ও লুটপাটের জন্য আদালতে মামলা দায়ের করেন, তারা আরো বলেন আমরা সকলেই আপনাদের মাধ্যমে সরকারের কাছে এগুলোর সুষ্ট তদন্ত ও বিচারের দাবী করছি, আশাকরছি মাননীয় সরকার ন্যয্য বিচারটি করবেন ৷
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply