নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সেতু উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সেতুর দুই প্রান্তে মিছিল-সমাবেশ করেন উল্লসিত রূপগঞ্জবাসী।
৫৭৬ মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি নয় লাখ ৯৫ হাজার টাকা। সেতুটি চালু হওয়ায় শীতলক্ষ্যার দুইপারের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। পূর্বাচল উপশহর আর ঢাকার মধ্যে যোগাযোগ সহজ হবে।
রবিবার বেলা ১১টায় এ উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী এনায়েত করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply