পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী ও বরগুনা জেলার জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা সমূহের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা (২৩শে নভেম্বর ২০২০ইং) রোজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার কৃতী সন্তান,
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব রওনক মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ আবদুল জব্বার শিকদার, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; জনাব কাজী শামস আফরোজ, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর; জনাব ড. ইয়াহিয়া মাহমুদ, মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ; পটুয়াখালী ও বরগুনা জেলার মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
মতবিনিময় সভার প্রধান অতিথি জনাব রওনক মাহমুদ মহোদয় সভায় উপস্থিত সকলের সাথে পটুয়াখালী ও বরগুনা জেলার মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply