বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। পুলিশ কর্মকর্তাদের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা নিয়ে প্রস্তাবিত আইনের প্রতিবাদে শনিবার এই বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীরা বলছেন, পুলিশ সদস্যদের চেহারা দেখা না গেলে বা শনাক্ত করা সম্ভব না হলে, পুলিশের নির্যাতনের ঘটনা আরো বেড়ে যাবে। একইসঙ্গে এই আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও মনে করছেন অনেকে।
বৃহস্পতিবার রাতে প্যারিসের কেন্দ্রস্থলে কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজক মাইকেলকে তার স্টুডিওর ভিতরে ও বাইরে নিয়ে মারধর করে পুলিশ। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মারধরের সেই ভিডিও টুইটারে ১৩ কোটিরও বেশি বার দেখা হয়।
এ ঘটনায় ফ্রান্সজুড়ে নিরাপত্তা বাহিনীর আচরণ ও কর্মকাণ্ড নিয়ে বিক্ষোভ শুরু হয়। আন্তর্জাতিক খেলোয়াড় থেকে শুরু করে, ফুটবল তারকা এমবাপ্পেসহ অনেকে পুলিশের আচরণের প্রতিবাদ জানায়।
এ অবস্থায় দায়িত্বরত থাকাকালে পুলিশ কর্মকর্তাদের ছবি যেন তোলা না যায়, তা নিয়ে একটি আইনের পরিকল্পনা করে দেশটির সরকার। যার বিরুদ্ধে প্রতিবাদ করে ফ্রান্সের জনগণ। সূত্র: সিএনএন
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply