‘মালিকানা খতিয়ান’ বিতরণ বাবদ অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুবেল আহমেদ -এর নেতৃত্বে নোয়াখালী সেটেলমেন্ট অফিসে আজ (২২-১২-২০২০ খ্রি:) এ অভিযান পরিচালিত হয়।
সরেজমিন অভিযানকালে দুদক টিমের উপস্থিতি টের পেয়ে সেটেলমেন্ট অফিস চত্বরে উপস্থিত দালালগণ পালিয়ে যান। টিমের নিকট উপস্থিত সেবাগ্রহীতাগণ উক্ত দপ্তরে বিদ্যমান দালালদের দৌরাত্ম্যের বিষয়ে অভিযোগ করে। অভিযান পরিচালনাকারী এনফোর্সমেন্ট টিমের সদস্যগণ দপ্তর প্রধান সহকারী সেটেলমেন্ট অফিসার-কে অবিলম্বে দালাল রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং সেবা প্রদানে অধিকতর আন্তরিক হবার সুপারিশ প্রদান করেন। এছাড়াও, অফিসের সামনে সিটিজেন চার্টার স্থাপন ও সেবা প্রদান প্রক্রিয়ায় দৃশ্যমান পরিবর্তন আনয়নের সুপারিশ প্রদান করা হয়। উপস্থিত সেবাগ্রহীতাগণ দুদকের এ অভিযানকে স্বাগত জানায়।
এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার কর্তৃক সড়ক সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে হবিগঞ্জ জেলা কার্যালয় হতে অপর একটি অভিযান পরিচালিত হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply