আনোয়ার হোসেন, বেনাপোল থেকে। করোনার জন্য দীর্ঘদিন পাসপোর্টযাত্রী চলাচলে কিছু শর্ত থাকলেও বর্তমানে সেই শর্ত অনুযায়ী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশি-বিদেশি যাত্রী গমনাগমন বাড়ছে। ভারত থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়াও আসছেন যাত্রী। যশোর জেলা প্রশাসক মো. তজিমুল ইসলাম খান গত মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউজের মুজিব কর্নার, চেকপোস্ট স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন। এ সময় বেনাপোল বন্দরের প্রশাসনিক ভবনও পরিদর্শন করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলম বলেন, বেনাপোলের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী গমনাগমনে সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিভাগকে কাজ করার নির্দেশনা ও পরামর্শ দেন যশোর জেলা প্রশাসক তজিমুল ইমলাম খান।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, যশোর জেলা প্রশাসক ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য বিভাগের কাজ পরিদর্শন করেন এবং তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বেনাপোলের পৌরমেয়র আশরাফুল আলম লিটন, কাস্টমসের ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান, বন্দরের উপপরিচালক আব্দুল জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, ইমিগ্রেশন ওসি আহসান হাবিবসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বেনাপোল চেকপোস্টের মামুন আলম বলেন, ভারতীয় ব্যবসায়িক ভিসার ৪০/৫০ জন ভারতীয় পাসপোর্টযাত্রী প্রতিদিন সকালে আসেন আর বিকেলে অথবা পরের দিন ফিরে যান। তারা ফিরে যাওয়ার সময় যে করোনা রিপোর্ট নিয়ে যান তা সম্পূর্ণ জাল। বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে এগুলো দেয়া হচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply