মাহমুদুল হাসান,যশোর : যশোরের শার্শা উপজেলায় আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষ্যে ৫০জন ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেল জমি সহ ঘর।
শনিবার (২৩ জানুয়ারী) বাংলাদেশের সকল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৬৬ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। এর পরই শার্শা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৫০জন ভূমি ও গৃহহীন পরিবারের হাতে দুই কামরা বিশিষ্ট পাকা ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি,মুক্তি যোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ এলাকার সূধী বৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া বলেন, বাথরুম সহ দুইটি কক্ষ বিশিষ্ট ওই পাকা ঘরে থাকছে রান্নাঘর ও বারান্দা। সুপেয় পানির জন্য রয়েছে টিউবওয়েল যা একটি ছোট পরিবারের থাকার জন্য যথেষ্ট। পরিবার প্রতি ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে কবুলিয়ত সম্পন্ন করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পুলক কুমার মন্ডল বলেন “মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ‘ক’ তালিকাভূক্ত ১১৫টি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৫০টি পরিবারকে সরকারি খাস জমিতে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছ।
প্রতিটি পাকা বাড়ি নির্মাণে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যায় করা হয়েছে বলে আরো জানান তিনি। সুবিধাভোগী মোশাররফ হোসেন বলেন “মুজিব বর্ষে ঘর পেয়ে আমি দারুণ খুশি, জীবনে ঘর তৈরি করে বসবাস করতে পারব তা কখনো ভাবিনি। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে তার দির্ঘায়ু কামনা করেন সুবিধাভোগী পরিবারের সদস্যরা। এ সময় সকলের চোখে মুখে আনন্দ উচ্ছাস পরিস্ফুটিত হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply