রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় রবিবার গতকাল (৩১ জানুয়ারি রোজ রবিবার) ভোর ৬ টা থেকে সকাল দশটা পর্যন্ত জাটকা অভিযানে তিন জনকে আটক করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। তাদের নিকট থেকে ৪০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজির হাট বাজারে সকাল থেকে অভিযান করে জাজিরার ঘরামি কান্দি গ্রামের মোঃ সৌরভ বেপারীর পুত্র সোহাগ বেপারী, বিলাসপুরের ইয়াসিন মাদবর কান্দি গ্রামের শামসুদ্দিন চৌকিদারের পুত্র বাদশা চৌকিদার ও পাতালিয়া কান্দি গ্রামের মোস্তফা ব্যাপারীর পুত্র সজীবকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের নিকট থেকে পাওয়া ৪০ কেজি জাটকা এতিমখানায় সরবরাহ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সর্দার গোলাম মোস্তফা ও পুলিশের এসআই আনিসুর রহমান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply