হজরত আলী (রঃ) এর ১৪২০ তম পবিত্র শুভ জন্মদিন উপলক্ষ্যে দুসস কর্পোরেট কার্য্যালয়ে মিলাদ মাহফিল ও নেওয়াজ নিমন্ত্রণ।
১৩ রজব ২১ হিজরী, ২৬ ডিসেম্বর ৬০১ খ্রিস্টাব্দ, শুক্রবার, আকীল ইবনে আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ কাবা প্রান্তে প্রবেশ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন।
হে রক্ষক, আমার যন্ত্রণা কমিয়ে দিন। এমনসময় হঠাৎ কাবার প্রাচীর খুলে গেল এবং তিনি যেন কোনও অদেখা বাহিনীর দ্বারা কাবার অভ্যন্তরে প্রবেশ করলেন, এবং প্রাচীরটি বন্ধ হয়ে গেল। জগৎ আলোকরে কাবা অভ্যন্তরে জন্মগ্রহণ করলেন হজরত আলী (রঃ)
হজরত আলী (রাঃ) আকীল ইবনে আবু তালিবের কনিষ্ঠ পুত্র। যিনি পবিত্র কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার মায়ের সাথে তিন দিন কাবার ভিতরে অবস্থান করেছিলেন। তৃতীয় দিন তিনি দরজা দিয়ে বেরিয়ে এসে দেখলেন, হজরত মুহাম্মদ (সাঃ) বাহিরে তাঁর জন্য অপেক্ষা করছেন।
হজরত মুহাম্মদ (সাঃ) তাকে অভুক্ত দেখে তার মুখ থেকে প্রথম খাবার দিয়েছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন হজরত মুহাম্মদ (সাঃ) তার নাম প্রস্তাব করেছিলেন “আলী”, যার অর্থ “উন্নতমান”। এ কারণেই তার নামটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
তার পরে হজরত মুহাম্মদ (সাঃ) তার গোত্রীয় চাচা আকীল ইবনে আবু তালিব অর্থাৎ হজরত আলী (রাঃ) এর বাবাকে বললেন যে, তিনি শিশুটিকে দত্তক নিতে চান।
যখন হজরত আলী (রাঃ) এর পাঁচ বছর বয়স হয়েছিল তখন হজরত আলী (রাঃ) কে হজরত মুহাম্মদ (সাঃ) তার বাড়িতে দত্তক নিয়ে গেলেন।
কাবা অভ্যন্তরে হযরত আলী (রাঃ) এর জন্ম তার মধ্যে উচ্চ আধ্যাত্মিক কেন্দ্র প্রমাণ করার এক অনন্য ঘটনা হিসাবে বিবেচিত৷
এই জগৎ শ্রেষ্ঠ এলমে তাসাউফের দ্বার মহামানবের ১৪২০ তম শুভ জন্মদিন, ১৩ রজব ১৪৪২ হিজরী, ২৬ ফেব্রুয়ারী ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার, মহা অনাড়ম্বরভাবে উৎযাপন করা হবে৷
হজরত আলী (রাঃ) পবিত্র শুভ জন্মদিন উৎযাপন উপলক্ষে, হজরত আলী (রাঃ) এর অধস্তন রক্তধারা ৪০ তম মহা পুরুষ, সমকালীন সময়ের অন্যতম আধ্যাতিক প্রকৌশলী, দুরন্ত সত্যের সন্ধানে (দুসস)এর চেয়ারম্যান মহোদয় নারায়ণগঞ্জে দুসস কর্পোরেট কার্য্যালয়ে, পবিত্র মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলে অংশগ্রহণের দাওয়াত দিয়েছেন৷
আমাদের সকল ভক্ত শুভানুধ্যায়ীসহ সকলকে উক্ত মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র রহমত ও নেওয়াজ গ্রহণের আমন্ত্রণ রইলো৷
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply