এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দীর্ঘদিন পর একজন পুরুষ ইউএনও হিসেবে যোগদান করলেন। সদ্য যোগদানকৃত মনজুর হোসেন এ উপজেলার ২৫তম নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানাচ্ছেন।
এর আগে মনজুর হোসেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালে নাজনীন হোসেন বাসাইলের ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিকভাবে এ উপজেলায় পর পর ৬ জন নারী নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী দায়িত্ব পালন করেছেন। সবশেষে নুসরাত জাহান মাত্র আড়াই মাস দায়িত্ব পালনের পর পার্বত্য চট্টগ্রম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে বদলি হন। এবদলির কয়েকদিন পরই নতুন ইউএনও যোগ দেন। এটা প্রায় এক যুগ পর বাসাইল উপজেলায় একজন পুরুষ ইউএনওর যোগদান।
ইউএনও মনজুর হোসেন রাজবাড়ির পাংশা উপজেলার সন্তান। আবাসপুর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, পাংশা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী লাভ করেন। পরে তিনি ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কর্মকর্তা (প্রশাসন) হিসেবে যোগদান করেন।
নতুন কর্মস্থলে যোগদানোত্তর তার অনুভূতি জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত উপজেলা পর্যায়ের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড অবশ্যই সফলভাবে সম্পন্ন করার চেষ্টা অব্যাহত থাকবে। একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাসাইল গড়ে তোলা আমার পবিত্র দায়িত্ব। এছাড়াও সামাজিক ব্যাধি বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন প্রকারঅপরাধ মুলক কর্মকান্ড কঠোরভাবে দমন ও নিয়ন্ত্রণ করা হবে।
এসব কর্মকান্ডে অবষ্যই উপজেলার সচেতন মহল, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সংগঠনে নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পুর্ণ সহোগিতা কামনা করেন।
বাসাইলের অবৈধ ড্রেজিং ব্যবসা সম্পর্কে তিনি বলেন, অভিযোগ পেলে দ্রূত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply