টাঙ্গাইল প্রতিনিধিঃ (দুসস নিউজ)
টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শাহজালাল ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ১২ মার্চ সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. রেজাউল করিম নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে ব্যাংকের কম্পিউটার, কাগজপত্র ও বেশ কিছু মালমাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নিরালা মোড়ে শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় তলায় ধোঁয়া বের হতে থাকে। পরে তারা টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply