রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভারতের আসামে ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল বলে জানা যায়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে কুড়িগ্রাম ও লালমনিরহাট। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানেও ভবন দুলে উঠে। এতে আতংকিত হয়ে পরে মানুষ। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরও কয়েকটি প্রতিঘাত টের পাওয়া যায়। এ সময় আতঙ্কে রাজধানীসহ সারাদেশেই ঘর বাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে মানুষ। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করে। হবিগঞ্জ শহরে সকাল ৮টা ২২ মিনিটের দিকে অন্তত ১৫ থেকে ১৬ সেকেন্ড ভূকম্পন হয়। এ সময় ভবনগুলো কিছু সময় ধরে কাঁপছিল। ঘুমন্ত মানুষজন ভূমিকম্প টের পেয়ে ঘুম থেকে জেগে উঠে আতঙ্কিত হয়ে পড়েন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply