টাঙ্গাইল প্রতিনিধি
সরকার চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ উৎপাদন থেকে দেশের প্রান্তিক কৃষকের নিকট থেকে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচাীর আওতায় কেজিপ্রতি ২৭ টাকা দরে ধান কিনবে কৃষকের কাছ থেকে, আর কেজি প্রতি ৪০ টাকা দামে সিদ্ধ চাল এবং ৩৮ টাকা দরে আতপ চাল কিনবে চালকল মালিকদের কাছ থেকে। এবার ধান ও চালের মূল্য গত বছরের তুলনায় কেজি প্রতি যথাক্রমে এক টাকা ও তিন টাকা বাড়ানো হয়েছে। ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে তা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের বাসাইলেও চলতি বুরো মৌসুমে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে কৃষকের নিকট থেকে ৫ টন ধান সংগ্রহের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান পলাশ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেল, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, বাসাইল খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শফিউল আজম, বাসাইল প্রেসক্লাবের সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
এ উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় এ বছর উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রান্তিক চাষীদের নিকট থেকে প্রতি কেজি ২৭ টাকা দরে ১ হাজার ৫’শ ১১ মেট্টিকটন ধান সংগ্রহ করা হবে। এছাড়াও প্রতি কেজি ৪০ টাকা দরে ১’শ ৯৪ মেট্টিকটন চাল সংগ্রহ করা হবে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত ধান চাল সযগ্রহের এ কার্যক্রম চলমান থাকবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply