মাহমুদুল হাসান,যশোর জেলা প্রতিনিধিঃ ভারত সরকারের উপহার দেওয়া লাইফ সাপোর্ট অ্যম্বুলেন্সের তৃতীয় চালানে আরো ৪০টি অ্যম্বুলেন্স বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করেছে।
বৃহষ্পতিবার (২৬ আগস্ট) সকালে এই অ্যম্বুলেন্স গুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান,চলতি বছরের ২৬ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী বাংলাদেশ সফরকালে করোনা মোকাবেলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট সুবিধা থাকা অ্যম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। এর অংশ হিসাবে তৃতীয় চালানে আজ সকালে ৪০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।বাকি অ্যম্বুলেন্সগুলো পর্যায়ক্রমে আগামী মাসে বাংলাদেশে আসবে বলে জেনেছি।
বেনাপোল চেকপোস্ট কার্গোশাখা সুত্রে জানা যায়,ঢাকায় ভারতীয় হাইকমিশনের নামে এম্ব্যুলেন্স গুলো এসেছে। উত্তরা মোটর্স নামে বাংলাদেশের একটি সি এন্ড এফ এজেন্ট ২৫ আগস্ট,বুধবার বিকালে চেকপোস্ট কার্গোশাখায় অ্যাম্বুলেন্স গুলোর আইজিএম জমাদেন।বেনাপোল বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বৃহষ্পতিবার রাতে অ্যম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে বলে আরো জানা যায়। উল্লেখ্য চলতি বছরের ২১ মার্চ ১ টি , ৭ আগস্ট ৩০টি ভেন্টিলেশান সুবিধা যুক্ত অ্যম্বুলেন্স বাংলাদেশে আসে। তৃতীয় চালানের ৪০টি মিলিয়ে এ পর্যন্ত মোট ৭১টি ভারত সরকারের দেওয়া উপহার অ্যম্বুলেন্স পেল বাংলাদেশ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply