নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। পরিবহন খাতে খরচ কমাতে এই প্রথম বেনাপোল স্হল বন্দরে খালাস করা হচ্ছে ভারত থেকে আনা রেলেওয়েতে আমদানিকৃত ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন।
গতকাল মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দরের ২ নাম্বার গেটে রেলওয়েতে নিয়ে আসা ট্রাঙ্কলরীতেএই প্রথম অক্সিজেন খালাস করা হলো। এর আগে এসব অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে খালাস করা হয়েছিল।
এর আগে গত সোমবার রাতে বেনাপোল বন্দরের রেলওয়ে পথে ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেস করে আনা মেডিক্যাল অক্সিজেন।
অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো লিন্ডে ইন্ডিয়া। অক্সিজেনের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।
আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, আগে রেলেওয়ে করে আসা অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে খালাস করা হতো। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। এতে খরচ অনেক বেড়ে যাওতে। সে কারণে এখন থেকে ভারত থেকে আসা অক্সিজেন এক্সপ্রেস বেনাপোল স্হল বন্দর থেকে খালাস করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এতেকরে আমাদের অনেক খরচ কম ও সময় কমে যাবে। গত মঙ্গলবার ২০০ মেট্রিক টন অক্সিজেন ভারতীয় রেলওয়েতে থেকে খালাস করে দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবারও এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে।
বেনাপোল বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে আসা ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ট্রেন এই প্রথম বেনাপোল অক্সিজেন খালাস করল। ২৪ জুলাই ভারত থেকে বেনাপোল স্হল বন্দরের রেলওয়ে পথে ভারত খেকে অক্সিজেন আমদানি শুরু হয়। এপর্যন্ত ৪ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে বলে জানান।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার সাইফুর রহমান মামুন জানায়, অক্সিজেনবাহী ভারতীয় এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত মঙ্গলবার খালাস দেওয়া হয়েছে। বেনাপোল থেকে লিন্ডে বাংলাদেশের অক্সিজেনবাহী ট্যাংকারে এ অক্সিজরন খালাস করা হচ্ছ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply