এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের তিনটি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচটিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা হেরেছেন। আর ১০টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্বিতীয় ধাপে জেলার দেলদুয়ার, ধনবাড়ী ও সখীপুর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৮টির মধ্যে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এজন্য এই তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হয়নি।
সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সখীপুরে চারটি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও অপর দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। যাদবপুর ইউনিয়নে নৌকার প্রার্থী একেএম আতিকুর রহমান আতোয়ার, বহেড়াতৈল ইউনিয়নে ওয়াদুদ হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বহুরিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সরকার নূরে আলম মুক্তা (মোটরসাইকেল) ও কাকড়জান ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন (আনারস) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
দেলদুয়ার উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ফাজিলহাটী ইউনিয়নে নৌকার প্রার্থী শওকত আলী, দেউলীতে দেওয়ান তাহমিনা হক, ডুবাইলে ইলিয়াছ মিয়া, দেলদুয়ার সদরে মাদুজ্জামান খান ও পাথরাইলে রাম প্রসাদ সরকার জয়ী হন। লাউহাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহীন মোহাম্মদ খান ও এলাসিনে মানিক রতন জয়ী হয়েছেন।
ধনবাড়ী উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বানিয়াজান ইউনিয়নে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম ফটিক, যদুনাথপুর ইউনিয়নে মীর ফিরোজ আহমেদ, ধোপাখালি ইউনিয়নে আকবর হোসেন জয়ী হন। পাইস্কা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম বাবুল।
এই উপজেলার মুশুদ্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু কায়সার, বীরতারা ইউনিয়নে আহমেদ আল ফরিদ ও বলিভদ্র ইউনিয়নে রফিকুল ইসলাম তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply