মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে বৃষ্টি রানী (১৯) নামে হিন্দু সম্প্রদায়ের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার প্রকৃত কারন উদঘাটন হয়নি। বৃষ্টির মা-বাবা মুখ খুলছেন না।
পারিবারিক ও স্থানীয়সূত্রে জানা যায়, কলেজ থেকে বাড়ি ফিরে বৃষ্টি রানী ঘরের দোতলার আড়াঁর সাথে প্লাষ্টিকের রশি বেঁধে গলায় ফাঁস দেয়। বৃষ্টির মা ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে পাশ^বর্তী লোকজন ঘটনাস্থলে আসলেও অবশেষে বৃষ্টির লাশ নামায় তার মা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
বিভিন্ন মাধ্যমে জানাযায়, বৃষ্টি রানী উত্তর মুরাদিয়া গ্রামের বিজয় কৃষ্ণ হাওলাদারের মেয়ে। সে সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। প্রায় ১ বছর আগে বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকায় তার বিয়ে হয়েছিল। পরের দিন বৌভাত অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে তার পরিবার পক্ষ বিয়ে বিচ্ছেদ করে। তাকে আর অন্যত্র বিয়ে দেয়া হয়নি। সে থেকেই মানষিক চাপে সে ভুগতে থাকে।
সম্প্রতি তার পরিবার তাকে আবারও অন্যত্র পাত্রস্থ করার সিদ্ধান্ত নেয়। এলাকার লোকমুখে শোনা যায়, যে পাত্র ঠিক করা হয়েছে তা মেয়ের পছন্দ নয়। লোকজনের ধারণা এ নিয়ে বৃষ্টি রানী মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply