আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধিঃ ময়মনিংহের ভালুকায় দুস্থ পরিবার, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে টেঙ্কিসহ ২৬টি সাব মারসিবল পানির পাম্প স্থাপনের পর উদ্বোধন করা হয়েছে। মানবিক সংগঠন আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যােগে বৃহস্পতিবার বিকালে উপজেলা ডাকাতিয়া ইউনিয়ন ও আশপাশের দুস্থ পরিবার, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা মাঝে ওই পাম্পগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পাম্প বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক ও মোমেনা গ্রুপের চেয়ারম্যান ডা. মোশায়েদ রহমান মুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পাম্পগুলো উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান শেলিনা রশিদ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।
আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টার তারেখ মাহমুদ বলেন, ‘আমাদেন সংগঠন আর্ত মানবসেবায় কাজ করে। আমরা চেষ্টা করছি সমাজ পরিবর্তনের। এটা আমাদের চলমান প্রক্রিয়া। দেশে বিভিন্ন দুর্যোগসহ বছর ব্যাপি আমরা মানবসেবায় কাজ করে থাকি।’
সংগঠনের উপদেষ্টা ডা. মোশায়েদ রহমান মুন জানান, ‘সংগঠনটির লক্ষ ও উদ্যেশ্য হলো মানবসেবা। সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৮বছর যাবৎ আমরা সারাদেশে নিরবে নিভৃত্তে মানবসেবায় কাজ করছি। সমাজের বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে দুস্থ প্রতিবেশিদের পাশে দাঁড়ায় তাহলে সোনার বাংলা গড়া সম্ভব।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply