আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ যশো: যশোর স্বামীর বিরুদ্ধে সালমা খাতুন (২৪) নামে এক নারীকে ভারতে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশের সদস্য।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর রুপন কুমার সরকার বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।
বৃহস্পতি বার পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ১৫ এপ্রিল যশোর সদর বানিয়া গাতী গ্রামের ইউনুস আলীর ছেলে কামরুল তার স্ত্রী সালমা কে ফুসলিয়ে কামরুল ভারতে নিয়ে যায়।
তার পরে চলতি মাসের ৮ তারিখে কামরুল একা নিজ দেশে ফিরে আসে। সালমার বিষয়ে জানতে চাইলে তার পরিবারের সাথে খারাপ আচরণ করেন এবং বাড়ি থেকে বের করে দেয়।
এরপর ভারতে সালমার ব্যবহৃত মোবাইলফোন বন্ধ পায় তার বাবা সহিদুল ইসলাম ১১ মে যশোর কোতোয়ালি থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। মামলা নম্বর-২৫/১১.৫.২০২২
পুলিশ জানায়, মামলার পর পুলিশ ঘটনা তদন্তে জানতে পায়- সালমাকে ভারতের গুজ রাট রাজ্যের আনান্দ্ব জেলার থানা এলাকায় নিয়ে যায়। সেখানে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে কামরুল তাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে দেশে ফিরে আসে।
ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানায়, গতকাল বুধবার রাত ১২টার সময় এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম কামরুল কে গ্রেফতার করে তার তিনটি পাসপোর্ট, নিহতর পাসপোর্ট ও মোবাইলফোন সেট উদ্ধার করেন। গ্রেফতার কামরুল পুলিশি জিজ্ঞাসা বাদে বিষয়টি স্বীকার করেছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply