আফগানিস্তানের মানবাধিকার কমিশনসহ দেশটির সাবেক মার্কিন সমর্থিত সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগ বিলুপ্ত করেছে ক্ষমতাসীন তালেবান সরকার।
আর্থিক সংকটের মুখে পাঁচটি বিভাগকে তালেবান অপ্রয়োজনীয় মনে করায় তারা এসব বিভাগ বিলুপ্ত করেছে।
সোমবার তালেবান সরকারের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। দ্য গার্ডিয়ান এই সংবাদ প্রকাশ করে।
অপর যে চারটি বিভাগ তালেবান বিলুপ্ত করেছে, তার মধ্যে রয়েছে হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), একসময়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় নিরাপত্তা পরিষদ, আফগান সংবিধান বাস্তবায়নের তত্ত্বাবধান কমিশন।
এইচসিএনআর সবশেষ সাবেক আফগান প্রেসিডেন্ট আবদুল্লাহ আবদুল্লাহর নেতৃত্বে পরিচালিত হচ্ছিল।
সংস্থাটি তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনার জন্য কাজ করছিল। তালেবানের দখল অভিযানের মুখে গত বছরের আগস্টে আশরাফ গনির সরকারের পতন ঘটে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply