মুবিনুল হুদা চৌধুরী সোহাইল. জেলা প্রতিনিধি, কক্সবাজার। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
৪ জুন সন্ধ্যা সাড়ে ৭ঃ১৫ টায় ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটাস্থ ইসলামাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আ’লীগের সভা চলাকালে উপজেলা আ’লীগের সদস্য আবদুর রাজ্জাক এমইউপি , নওশাদ মাহমুদ, শামশুল আলম, সাহাব উদ্দিন, হেলাল সিকদার ও কাসেম আহমদের নের্তৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত এ হামলা চালিয়েছে বলে জানান ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম হেলালী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি,ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ শামসুল হুদা, শাহনেওয়াজ শাহিন এবং আমজাদ হোসেন ছোটন রাজাসহ উপস্থিত আ’লীগ ও সহযোগী সংগঠণসমুহের নেতাকর্মীরা। এ হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম হেলালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ শামসুল হুদা, শাহনেওয়াজ শাহিন, আমজাদ হোসেন ছোটন রাজা, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার কামাল, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক বান্ডি, ইউনিয়ন যুবলীগের সভাপতি এম নাছির উদ্দীন জয় এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, নুর আহম্মদ কোম্পানি প্রকাশ নুরু কোম্পানী, সাবেক এম ইউপি বশির আহমদ , চন্ডি আচর্য্য, হুমায়ুন কবির, সাহাব উদ্দিন, বিপ্লব কান্তি দে, মমতাজ আহমদ,জিয়াবুল হক, মনিরুল হক, নুর মোহাম্মদ, মিজানুর রহমানসহ অনেকে। বক্তারা বলেন, ন্যাক্কারজনক এ সন্ত্রাসী হামলার বিচার না হওয়া পর্যন্ত ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল সহ সকল প্রকার দলীয় কার্যক্রম বন্ধ থাকবে৷ আজ ৫জুন বিকাল ২টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে বিকাল ৩ টায় ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে পূনরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে উপস্থিত নের্তৃবৃন্দ । বক্তারা বলেন বিএনপি জামাত সংশ্লিষ্ট সন্ত্রাসীরা একনিষ্ঠ ও নব্য আওয়ামী লীগ কর্মী, ওরা নিজের ক্ষমতা পুনরুদ্ধারে এক অদৃশ্য শক্তির ইশারায় দুঃসময়ের সাহসী বঙ্গবন্ধু আওয়ামী প্রেমী সিরাজুল ইসলামের উপর হামলার নেতৃত্বদানকারী অভিযুক্ত সন্ত্রাসীদের বিচার ও দলীয় ব্যবস্থা না নিলে ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গণ পদত্যাগ করবেন।
এদিকে আহত সিরাজুল ইসলামকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উপস্থিত নেতাকর্মীরা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply