২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারী চাকুরীজীবিদের জন্য বরাদ্দ বেড়েছে। ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট থেকে ৪ লাখ ১৪ হাজার ৭৫৩ কোটি টাকার খরচ হবে সরকার পরিচালন বাবদ।
এই টাকার প্রায় অর্ধেক (২ লাখ ২১ হাজার ১৪৯ কোটি টাকা) ব্যয় হবে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা, পেনশন ও সুদ মেটাতে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯জুন) বিকালে পেশ করা বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটের আকার বর্তমানে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা।
এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দের ২ লাখ ২১ হাজার ১৪৯ কোটি টাকার মধ্যে শুধু তাদের বেতন-ভাতায় চলে যাবে ৭৫ হাজার ১০ কোটি টাকা। সুদ পরিশোধে চলে যাবে ৮০ হাজার ৩৯৪ কোটি টাকা। আর অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন বাবদ চলে যাবে ২৪ হাজার কাটি টাকা।
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা, পেনশন ও সুদ- এই তিন খাতেই বরাদ্দ বিদায়ী ২০২১-২২ অর্থবছরের চেয়ে নতুন অর্থবছরে বেশি ধরা হয়েছে।
সুদ পরিশোধে বিদায়ী অর্থবছরে বরাদ্দ ছিল ৬৮ হাজার ৬০০ কোটি টাক। পরে সংশোধিত বাজেটে তা ৭১ হাজার ২৫৬ কোটি টাকা বাড়ানো হয়। এই খাতে নতুন অর্থ বছরের বাজেট ৮০ হাজার ৩৯৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পেনশনে বিদায়ী অর্থবছরে মূল বাজেটে বরাদ্দ ছিল ২৩ হাজার কোটি টাকা। এই খাতেও নতুন অর্থবছরে ২৪ হাজার কোটি টাকা রেখেছেন অর্থমন্ত্রী। বাজেট উত্থাপনে সামাজিক সুরক্ষা কার্যক্রম জোড়ালো করার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।
তিনি বলেছেন, জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেখানে যেন মানুষের মৌলিক চাহিদা মেটানোর ব্যবস্থা থাকে, ক্ষুধা-দারিদ্র্য না থাকে সেজন্য সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে নাগরিকদের সামাজিক সুরক্ষা বিধানের ব্যবস্থা নিশ্চিত করেছিলেন। তাঁর হাত ধরে যে সামাজিক সুরক্ষা কর্মসূচি শুরু হয়েছিল, সেটি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জীবনচক্রনির্ভর ব্যাপক কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদার করার লক্ষ্যে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে যার স্লোগান হচ্ছে, ‘সকলের সাথে সমৃদ্ধির পথে’।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply