জনমনে প্রশ্ন জাগতে পারে, সরকার চাইলে বরাবরের মতোই জ্বালানি তেল এবং বিদ্যুতে ভর্তুকি দিতে পারতো। সরকার কিন্তু সব সময়ই কোটি কোটি টাকা ভর্তুতি দিয়ে আসছে এ’সব সেক্টরে।
সামনে ইলেকশনকে কেন্দ্র করে এখনও দিতে পারতো কিন্তু ভবিষ্যতে এর ফলাফল হতো ভিন্ন। সাময়িক সুবিধা দিতে গিয়ে দেশকে ফেলে দিতো অন্ধকারে।
তুরষ্ক, পাকিস্তান, শ্রীলঙ্কা জনগনকে সাময়িক সুবিধা দিতে গিয়ে দেশকে নিয়ে গেছে এখন অন্ধকারের দিকে। এ’থেকে তারা আবার ব্যাক করতে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু বাংলাদেশের দূরদর্শী নেত্রী শেখ হাসিনা এই ভুল করেনি।
সামনে ইলেকশন তার পরেও ভবিষ্যতের কথা চিন্তা করে তথ্য গোপন করে সাময়িক সুবিধা দিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দেয়নি।
তেলের দাম বৃদ্ধি করছে, লোডশেডিং দিয়েছে দেশের ভবিষ্যৎ মঙ্গলের জন্য, দেশকে দেওলিয়া হওয়ার থেকে রক্ষার জন্য।
তাতে যদি শেখ হাসিনা পরবর্তীতে ক্ষমতায় না-ও আসে তাতে ব্যক্তিগতভাবে আমার কোনো আফসোস থাকবে না কিংবা তার প্রতি কোনো অভিযোগও থাকবে না। কারন সে তো আর নিজের ক্ষমতার লোভে দেশকে অন্ধকারে ঠেলে দেয়নি।
রূপক মৃধা, ছাত্রলীগ নেতা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply