ইতালিতে আর নয় অবৈধ ভাবে ঝুঁকিপূর্ণ গমন। ইতালীর শহর প্রিসিসসে, পুগলিয়া, ২০২৩ সালে নতুন অভিবাসী বাসিন্দাদের সেখানে যাওয়ার জন্য ৩০ হাজার ইউরো প্রদানের অফার করছে।
সিসিলিতে চালু হওয়া ইতালীয় ১ ইউরো হাউস স্কিমের স্মরণ করিয়ে দেওয়া একটি স্কিম, তেমনি ইতালীর আরেকটি শহর পুগলিয়ার প্রিসিসসে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। ২০২৩ সালে সেখানে যাওয়ার জন্য নতুন অভিবাসী বাসিন্দাদের ৩০,০০০.০০ ত্রিশ হাজার ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে।
যদি একটি সুন্দর ইতালীয় শহরে স্বস্তিদায়ক জীবনযাপন করতে আপনার মনে চায়, তাহলে এই তথ্যটি শুধুমাত্র আপনার জন্য। এর জন্য অবশ্যই, কিছু নিয়ম ও শর্তাবলী সংযুক্ত আছে।
নতুন অভিবাসী বাসিন্দাদের অর্ধ-স্থায়ী ভিত্তিতে সেখানে যেতে হবে এবং পুরো অনুদানের টাকা উল্লেখিত শহরে একটি বাড়ি ক্রয় এবং সংস্কার কাজে ব্যবহার করতে হবে।
উল্লেখিত শহরটিতে মাত্র ৬০০০ ছয় হাজার বাসিন্দা বসবাস করছেন। শহরটিতে জনসংখ্যা বাড়ানো এবং সৌন্দর্য বর্ধনের জন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় মিউনিসিপ্যাল কাউন্সিলর আলফ্রেডো প্যালিস বলেন, ১৯৯১ সালের আগে নির্মিত ঐতিহাসিক এই শহরটিতে অনেক খালি অব্যহৃত সম্পত্তি ভবন পড়েরয়েছে এবং সেগুলিকে তারা [স্থানীয় কর্তৃপক্ষ] নতুন অভিবাসী বাসিন্দাদের মাধ্যমে আবার পুনরায় সংস্কার করে জনসমাগম ঘটাতে চায়।
যদি একটি সুন্দর ইতালীয় শহরে স্বস্তিদায়ক জীবনযাপন করতে আপনার ইচ্ছে হয়, তাহলে দ্রুত আবেদন করেফেলুন। মনে রাখবেন এমন লোভনীয় প্রস্তাব অতি দ্রুত ছড়িয়ে পড়ে। আর সেখানে প্রতারক চক্র বসে আছে আপনাকে শিকার করার জন্য। সুতরাং কোন প্রতারকের খপ্পরে না পরে বুঝেশুনে একজন নির্ভরযোগ্য এবং উল্লেখিত বিষয়ে অভিজ্ঞ ব্যাক্তির সহায়তায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply