আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ সাপ্তাহিক সমিতির থেকে লোন নিয়ে উপজেলার আশকা গ্রামের মো. ফয়জুল হক একটি অটো রিক্সা ক্রয় করেন। দ্রব্যমূল্যের উর্ধগতির এ সময়ে টান টান করে চলছিলো তার সংসার। ২৫ আগস্ট রাতে উপজেলার আশকা সুইচ গেট এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ওই আটো রিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। ওই মামলার সূত্র ধরে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- রিয়াজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (২৮), মৃত: জয়নাল আবদীন মন্ডলের ছেলে মো. শাহাব উদ্দিন (৫৮), নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (২৫), সামসুল হকের ছেলে মঞ্জু মিয়া ও মিজান ফরাজী। গ্রেফতার অভিযান পরিচালনা করেন, ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক মো. নূর কাশেম, নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ভালুকার ভিবিন্ন এলাকা থেকে ভাড়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল, অটো রিক্সা, সিএনজি ছিনতাই করে এই চক্রটি। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা চুরির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। পলাতক আসামী গ্রেফতার ও চুরি হওয়া আরও সিএনজি , ব্যাটারী চালিত অটোবাইক উদ্ধারের অভিযান অব্যাহত আছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply