ভারতীয় হাইকমিশনে পতাকা ফেলে দেবার প্রতিবাদ! ব্রিটেনের শীর্ষ কূটনীতিককে ডেকে হুঁশিয়ারি মোদীর: দোষীদের গ্রেফতার করুন
মানস বন্দ্যোপাধ্যায়, ভারত প্রতিনিধিঃ গতকাল লন্ডনে ভারতীয় ডেপুটি হাই কমিশনের অফিস থেকে ভারতের তিরঙ্গা নামিয়ে খালিস্তানপন্থীরা খালিস্তানের পতাকা তোলার প্রতিবাদে গতকালই দিল্লিতে ব্রিটেনের দূতাবাসের শীর্ষ অধিকারীকে ডেকে পাঠায় ভারতের বিদেশ মন্ত্রক। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তরফে ব্রিটিশ অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। মোদী সরকারের পক্ষ থেকে আরো বলা হয়েছে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরবে। যখন পঞ্জাবে সেখানকার পুলিশ খালিস্তানপন্থী অমৃতপাল সিংকে খুঁজে বেড়াচ্ছে, রবিবার সেই সময় লন্ডনে ভারতের হাইকমিশনের অফিস থেকে জাতীয় পতাকা টেনে নামায় বেশ কয়েকজন খালিস্তানপন্থী বিক্ষোভকারী। এই ঘটনার প্রতিবাদ জানাতেই ভারতের বিদেশমন্ত্রকের তরফে ব্রিটেনের শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠানো হয়েছিল। খালিস্তানিরা ভারতে সুবিধা করতে না পেরে বিদেশের মাটিকে তাদের আন্দোলনে ক্ষেত্র হিসেবে বেছে নিতে চাইছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
গতকাল রবিবার গভীর রাতে ভারতের বিদেশমন্ত্রকের তরফে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করা হয়। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, মাথার পাগরি দেওয়া এক ব্যক্তি লন্ডনে ভারতের হাইকমিশনের বাইরে থাকা জাতীয় পতাকা টানছেন। ভারতের তরফে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে ভিয়েনা কনভেনশনের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
লন্ডনে ভারতের হাইকমিশনে বিচ্ছিন্নতাবাদী এবং উগ্রপন্থীরা যে ভাবে বিক্ষোভ দেখিয়েছে এবং ভারতের জাতীয় পতাকা নামিয়েছে, তাতে মোদী সরকার বেজায় ক্ষুব্ধ। কেন সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না সেব্যাপারে জবাব তলব করা হয়। ভারতীয় হাইকমিশনের অফিস এবং সেখানকার কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ভারতের তরফে। ভারতের হাইকমিশনের সামনে এই ধরনের বিক্ষোভকারীদের বিক্ষোভ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ভারতের তরফে।
ব্রিটেনে রবিবারের ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করার পাশাপাশি তাদের গ্রেফতার এবং বিচারের জন্য পদক্ষেপের দাবি করা হয়েছে। এছাড়াও এই ঘরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে আশাপ্রকাশ করা হয়েছে ভারতের তরফে।
দিল্লিতে ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস ব্রিটেনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন টুইট করে। অ্যালেক্স এলিস এই মুহূর্তে দিল্লির বাইরে রয়েছেন। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় পাওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে খালিস্তানপন্থীদের কয়েকজনকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। তাদেরকে সেখানে ভারত বিরোধী স্লোগান দিতেও দেখা গিয়েছে। বিক্ষোভকারীদের হাতে হলুদ ও কালো পতাকা ছাড়াই বেশ কিছু পোস্টারও দেখা গিয়েছে। এই বিক্ষোভকারীরা খালিস্তানপন্থী অমৃতপাল সিং-এর নামে স্লোগানও দেয়।
ভিডিওতে দেখা গিয়েছে, এক বিক্ষোভকারী হাইকমিশনের বারান্দায় দাঁড়িয়ে সামনে থাকা ভারতের জাতীয় পতাকা নামাচ্ছে। তবে সেখানে ব্রিটিশ পুলিশকে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ভারতীয় হাইকমিশনের ভিতরে ঢুকতে বাধা দিতে দেখা গিয়েছে।
ব্রিটেনের বর্তমান প্রধান মন্ত্রী ঋষি সুনক ভারতীয় বংশোদ্ভুত। তার আমলে এই ধরনের ঘটনা নিয়ে মোদী সরকার চিন্তিত। ঋষি সুনাক নিজেও এই ঘটনা নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রের জানা গেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply