সাহিদা পারভীন, কালুখালী( রাজবাড়ী) প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলাধীন বালিয়াকান্দির আনন্দবাজার এলাকা থেকে সোমবার ক্ল্যাবল নেটওয়ার্ক এর তার চুরি করেছে সংঘবদ্ধ চোরেরা। এ ব্যাপারে মঙ্গলবার ক্যাবলনেটওয়ার্ক ব্যবসায়ী ইখতিয়ার উদ্দীন রতন বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছে।
থানায় অভিযোগ দায়ের করে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী ইখতিয়ার উদ্দীন রতন সাংবাদিকদের জানান,সোমবার দুপুরে বালিয়াকান্দির আনন্দবাজার এলাকা থেকে রাসেল মিয়া (৩০) ও রাজ্জাক(৩৫),সহ ৫/৬ জন সংঘবদ্ধ চোর ক্যাবল নেটওয়ার্ক এর ৫ শ মিটার তার চুরি করে।
খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে চোরেরা পালিয়ে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় কিছু তার উদ্ধার করে নিয়ে আসে।এঘটনার পর থেকে আনন্দবাজার এলাকায় ডি ও ইন্টারনেট নাইন বন্ধ হয়ে যায়।এব্যাপারে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply