আইয়ুব আলী, বিশেষ প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সমন্বিত প্রয়াস , রুখে দেব অপরাধ, দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস।
এই স্লোগানে আজ ২৭ অক্টবর ২০১৯ উৎযাপিত হলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মৃনাল কান্তি দাস এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেঃ কঃ (অবঃ) আবু ওসমান চৌধুরী সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম এসপি (অবঃ), যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব আঞ্চলিক অধিনায়ক চাঁদপুর মতলব থানা, মাহজাবিন খালেদ চেয়ারম্যান খালেদ মোশারফ বীর উত্তম ট্রাস্ট।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে কিছু যৌক্তিক দাবি পেশ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান। উক্ত দাবির প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন মুক্তিযোদ্ধা সন্তানদের সকল দাবিসমূহ যৌক্তিক দাবি। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ক্রমপর্যায়ে তোমাদের সকল দাবি মেনে নিবেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম রেজা, মাকসুদা সুলতানা ঐক্য, মাধবী জাহান রুমা, কথা আক্তার এবং বাংলাদেশ প্রজন্ম সংসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব প্রমুখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply