আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সভায় বলেন ।যশোরের চাকুবাজ কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক নির্মূল, সোনা চোরাচালান, বাড়ি নির্মাণে চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান প্রলয় কুমার জোয়ারদার। তিনি যশোরের দুর্বৃত্তদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দের কাছে। একই সাথে তিনি পুলিশের কেউ যদি অপরাধের সাথে জড়িত থাকেন সে তথ্যও দিতে বলেন।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গণি খাঁন রিমন, জেইউজে’র সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, সাকিরুল কবির রিটন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নেরনির্বাহী সদস্য গোপীনাথ দাস, শাহাবুদ্দিন আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সফিক সাঈদ, নির্বাহী সদস্য জয়ন্ত বসু ও রেজাউল করিম রুবেল।
সাংবাদিক নেতৃবৃন্দ যশোরের অপরাধ দমনে শান্তি বিরাজ এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। একই সাথে পেশাগত দায়িত্ব পালনে যশোর সাংবাদিক ইউনিয়নের কার্যক্রম কে গতিশীল রাখতে পুলিশ সুপারের সহযোগিতা আশা করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply