আনোয়ার হোসেনঃ যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিজিবি। একইসঙ্গে দুই পাচারকারীকে আটক করা হয়। বুধবার (১০ মে) দুপুর ২টার সময় ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি দল বেনাপোল বন্দর থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে এই সোনা উদ্ধার ও পাচারকারীকে আটক করে।
আটক দুই পাচারকারী হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও বেনাপোল বন্দর থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলু রহমান (৩৬)।
বিজিবি জানায়, গোপন তথ্যে তারা জানতে পারে, শার্শার পাচভুলোট সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি চালান পাচার হবে। তারপর বিজিবি সীমান্তে নজরদারি বাড়িয়ে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদের ধরে। ক্যাম্পে এনে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, পাচারকারীদের শার্শা থানায় হস্তান্তর করা হবে। উদ্ধার করা সোনা সরকারের কোষাগারে জমা করার প্রক্রিয়িয়া ধিন চলছে বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply