টাঙ্গাইল প্রতিনিধিআসন্ন ২১ জুন বাসাইল পৌরসভা নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৬জুন) সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় কর্তৃক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করেন উপজেলা নির্বাচন কার্যালয়। প্রশিক্ষন কর্মশালা পরিদর্শন করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার, বাসাইল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম।
বাসাইল পৌরসভার নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল করতে নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মতিয়ুর রহমান।
সহকারি রিটার্নি অফিসার মনিশংকর রায় জানান, নির্বাচন সুষ্ঠু ও সফল করার জন্য প্রশিক্ষণে নির্বাচনে দায়িত্ব পালনকারী ১০ জন প্রিজাইডিং অফিসার, ৫৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০৬ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মিয়ুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ, মির্জাপুর উপজেলা নির্বাচন অফিসার শরিফা বেগম সদর উপজেলা নির্বাচন অফিসার শিহাব উদ্দিন। এছাড়াও দায়িত্ব পালন করেন ইভিএম এক্সপার্ট কর্মচারি বৃন্দ।
প্রসঙ্গত, বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন প্রার্থী অংশ নিচ্ছেন। ১০টি কেন্দ্রে ১৮হাজার ৪৩৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮ হাজার ৯০৭ জন পুরুষ ভোটার এবং ৯ হাজার ৫৩০জন নারী ভোটার রয়েছেন।
আগামী ২১জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply