ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারী চালিত অটো চাপায় হাসিনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার ভরাডোবা গ্রামের মুনসুর শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের মুনসুর শেখের স্ত্রী হাসিনা খাতুন সোমবার সকালে ভালুকা উপজেলা পরিষদ এলাকায় ভালুকা-গফরগাঁও সড়ক পার হচ্ছিলেন। ওই সময় ব্যাটারী চালিত একটি অটো তাকে চাপা দেয়। এতে, তিনি গুরুতর আহত হন। পরে, স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, নিহতের লাশটি উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply