September 25, 2023, 3:52 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
জামুকা বাতিলসহ সাত দফা দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির জামুকা ঘেরাও। ৭ দফা দাবিতে জামুকা ঘেরাও ময়মনসিংহের ভালুকায় অসহায় পরিবারের বসত ঘরে হামলা ও মারপিঠের অভিযোগ ভালুকায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ভালুকায় শ্রমিক লীগের সভাপতি কে অপহরণ করায় প্রতিবাদ সভা ভালুকায় সন্ত্রাসী হামলায় মা-ছেলে সহ আহত ৩ ফিল্মি স্টাইলে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতিকে অপহরণ, থানায় অভিযোগ ভালুকায় “ইতিহাস বহে নিরবধি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন সায়মনের মৃত্যুতে দুসস পরিবার গভীর শোকাহত ২১ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ তানজিনার পাগল প্রায় বাবা-মা ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা ভালুকায় এসএসসি ৯৫ ব্যাচের মিলন মেলা ভালুকায় চুরির অপবাদ সইতে না পেরে ড্রাইভারের আত্মহত্যা ভালুকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে হামলা, আহত ২ ভালুকায় ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, বাড়ছে দুর্ঘটনা যুবলীগ নেতা আলমগীর হোসেন সোহেলের নেতৃত্বে মশক নিধন স্প্রে ও মশারী বিতরণ ভালুকায় শ্রেষ্ঠ শিক্ষক মোঃ মোকাদ্দেছ উর রহমান দুই বাংলার শিল্পীদের নিয়ে ভালুকায় সাংস্কৃতিক সন্ধ্যা ভালুকার কিংবদন্তি নেতা মেজর আফসার এর ৩০ তম মৃত্যুবার্ষিকী ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে গণ সংযোগ করেন, হাজী রফিক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন, কর্মসূচি ঘোষণা। মুক্তিযোদ্ধা কোটা পূনঃবহাল এর মাধ্যমে বাংলাদেশ সুরক্ষায় সংবাদ সম্মেলন শুভ জন্মদিন সুফি মোহাম্মদ আহসান হাবীব। পুলিশের অভিযানে বেনাপোলে ২০৯ বোতল ফেন্সিডিল সহ ০১ জন গ্রেফতার। সাংবাদিকদের সব বিষয়ে ধারণা থাকা বাঞ্চনীয় ভালুকায় হঠাৎ স্কুল এন্ড কলেজ পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা ভালুকায় নৌকার মাঝি হতে কাজ করে যাচ্ছেন, হাজী রফিক ভালুকায় বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৯ মৌলভীবাজারে নারীকে ধর্ষণ গ্রেফতার ২ ভালুকায় দুই মোটরসাইকেল চোর আটক

বাংলাদেশ যুদ্ধে আর.এস.এস এর ইন্দিরাকে সমর্থণ জুগিয়েছিল

বাংলাদেশ যুদ্ধে আর.এস.এস এর ইন্দিরাকে সমর্থণ জুগিয়েছিল

বাংলাদেশ যুদ্ধে আর এস এসের ইন্দিরাকে সমর্থণ জুগিয়েছিল। ইমারজেন্সিতে আরএসএস এর মদত ছিলচাঞ্চল্যকর তথ্য প্রকাশ!

মানস বন্দ্যোপাধ্যায়, প্রতিনিধি, ভারতঃ কংগ্রেস সহ বিরোধী দলের অধিকাংশ নেতৃবৃন্দ যখন আর এস এস এবং তার কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার তখন ইন্দিরা গান্ধীর ক্ষমতায় ফিরে আসা এবং জরুরী আইন ঘোষণার পিছনে যে আর এস এস এর সক্রিয় ভূমিকা ছিল সেটি ফাঁস করে দিলেন নীরজা চৌধুরী তার প্রকাশিত একটি বইতে। বইটিতে প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতাদের নাকি বেশ সুসম্পর্ক ছিল। দুজনেই একে অপরের কাছে সাহায্যের জন্য যেতেন। সঙ্ঘ শুধুমাত্র জরুরি অবস্থার সময় ইন্দিরাকে সমর্থনই করেনি, ১৯৮০ সালে তাকে ক্ষমতায় ফিরে আসতেও সাহায্য করেছিল। যাইহোক, ইন্দিরা নিজেই সঙ্ঘ থেকে সাবধানে দূরত্ব বজায় রেখেছিলেন। স্বাধীনতার পরের ছয় দশকে ভারতের প্রধানমন্ত্রীদের কাজের ধরন সম্পর্কে সাংবাদিক নীরজা চৌধুরীর নতুন বই ‘হাউ প্রাইম মিনিস্টারস ডিসাইড’ এ এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

বইটিতে, চৌধুরী লিখেছেন সঙ্ঘের বিরুদ্ধে থাকা সত্ত্বেও, ইন্দিরা জরুরি অবস্থার সময় তাদের সমর্থনেই জিতেছিলেন। আরএসএসের তৃতীয় প্রধান বালাসাহেব দেওরাস জরুরি অবস্থার সময় তাকে বেশ কয়েকবার চিঠিও লিখেছিলেন। এমনকি, একাধিক ইউনিয়ন নেতা কপিল মোহনের মাধ্যমে সঞ্জয় গান্ধীর সঙ্গে যোগাযোগ করতেন। নীরজার মতে, ইন্দিরার আশঙ্কা ছিল যে মুসলিমরা কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ হতে পারে, সে কারণেই তিনি তার রাজনীতিকে হিন্দুকরণ করতে চেয়েছিলেন। এই কাজে, আরএসএসের সামান্য সমর্থন, কিন্তু তার নিরপেক্ষ অবস্থানও তাকে অনেক সাহায্য করবে। ১৯৮০ সালে, যখন অটল বিহারী বাজপেয়ী তার ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি গড়ে তুলতে ব্যস্ত, তখন ইন্দিরা গান্ধী কংগ্রেসকে হিন্দুকরণ করছিলেন।

বইটিতে ইন্দিরার ঘনিষ্ঠ অনিল বালিকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে, সংঘ তাকে ৩৫৩ আসনের বিশাল বিজয়ের মাধ্যমে ১৯৮০ সালে ক্ষমতায় ফিরে আসতে সাহায্য করেছিল, অনেকগুলি আসন তিনি নিজেও জিততে পারেননি। সম্প্রতি প্রকাশিত একটি বইতে, বালি বলেছেন যে ইন্দিরা গান্ধী অনেক মন্দির পরিদর্শন শুরু করেছিলেন, যা সংঘ নেতাদের প্রভাবিত করেছিল। বালাসাহেব দেওরাস এমন মন্তব্যও একবার করেছিলেন যে ‘ইন্দিরা অনেক বড় হিন্দু’। বালির মতে, দেওরাস এবং অন্যান্য সংঘের নেতারা ইন্দিরাকে হিন্দুদের নেতা হিসাবেই দেখতেন।

নীরজা চৌধুরীর মতে, কংগ্রেস ছেড়ে যাওয়া নেতাদের কেউই সেই সময়ে ভিপি সিংয়ের মতো জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারেনি, সে চন্দ্রশেখর হোক বা শরদ পাওয়ার, রামকৃষ্ণ হেগড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগন মোহন রেড্ডি। ভিপি সিং ডান, বাম, কেন্দ্রীয় এবং আঞ্চলিক শক্তিকে একত্রিত করে একটি অ-কংগ্রেসী সরকার গঠন করেছিলেন, যদিও এক বছরেরও কম সময় ধরে। এটি ছিল প্রথম বাস্তব জাতীয় জোট।

আঞ্চলিক দলগুলো প্রথমবারের মতো জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছে। বাকি নেতারা যারা দল ছেড়েছিলেন তারা কেবল রাজ্যগুলিতে সীমাবদ্ধ ছিলেন, তবে সরকার গঠনের জন্য তাদের অনেক সময় কংগ্রেসের সমর্থনের প্রয়োজন হয়েছিল।

১৯৭১ সালে পাকিস্তান ভেঙে দিয়ে বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনার পিছনেও আর এস এস ইন্দিরা পাশে দাঁড়িয়ে সক্রিয় সমর্থণ জুগিয়েছিল।সেই সময়ে আর এস এস প্রধান মাধব সদাশিব গোলওয়ালকর ইন্দিরাকে সরাসরি চিঠি লিখে বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কৃতিত্ব নিঃসন্দেহে আপনার। শুধু তাই নয়, একবার আর এস এস এর কট্টর সদস্য প্রাক্তন প্রধান মন্ত্রী, তৎকালীন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ীও ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। ইন্দিরা যখন পরমাণু অস্ত্রের পরীক্ষা করলেন, তার তিন বছর পর সঙ্ঘ ইন্দিরা গান্ধীর উচ্ছ্বাসিত প্রশংসা শুরু করে। আসলে সঙ্ঘ পরিবার সব সময় সামরিকভাবে একটি শক্তিশালী ভারত দেখতে চেয়েছে।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com