মানস বন্দ্যোপাধ্যায় ভারতঃ সবকিছু ঠিকঠাক চলছিল। চাঁদের অভিযানে রাশিয়ার লুনা ব্যর্থ হবার পর ভারতে বড় রকমের উৎসাহ দেখা দিয়েছিল ভারতের চন্দ্রযান ৩ এর সফল যাত্রা। সফলভাবেই ভারতের চন্দ্রযান লক্ষ্য পথে এগিয়ে চলেছে। হিসাব অনুসারে আগামী কাল সন্ধ্যায় চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করার কথা। এনিয়ে সারা ভারতের সঙ্গে বিশ্বে সকলের দৃষ্টি যখন চন্দ্রযান ৩ এর দিকে তখন ইসরোর বিজ্ঞানী এক চরম সতর্ক বার্তা পৌঁছে দিলেন।আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করার কথা চন্দ্রযান-৩র। কিন্তু এরই মধ্যে ইসরোর এই বিজ্ঞানী আশঙ্কার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, যদি চন্দ্রযান-৩র গতি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে অবতরণের সময় ভেঙে পড়তে পারে সেটি।ইসরোর স্পেস অ্যাপলিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই জানিয়েছেন, বিক্রম ল্যান্ডারের যে গতি রয়েছে এখন সেটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভেঙে পড়তে পারে চন্দ্রযান-৩। তিনি বলেছেন সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার গতিতে চলছে চন্দ্রযান-৩। সেই গতির সঙ্গে চাঁদের মাধ্যকর্ষণের সংঘাত তৈরি হতে পারে। ফলে যেকোনও মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে। তাই চন্দ্রযান-৩র গতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।
এদিকে আরেক বিজ্ঞানী জানিয়েেছন চাঁদে অবতরনের ৩০ কিলোমিটার পথ অত্যন্ত গুরুকত্বপূর্ণ চন্দ্রযানের জন্য। এই ৩০ কিলোমিটার পথ অতিক্রম করা সবচেয়ে কঠিন। এই ৩০ কিলোমিটার পথের মধ্যেই রয়েছে সব বিপদ আর ঝুঁকি। যদিও এখনও পর্যন্ত চন্দ্রযানের গতি এবং অবস্থান সবটাই ঠিক রয়েছে। এখনও পর্যন্ত কোনো বিপদের আঁচ পাওয়া যায়নি।
পিছিয়ে যাবে অবতরনের সময়? ইসরোর অপর এক বিজ্ঞানী আবার জানিয়েছেন, আগামীকাল নাও হতে পারে চন্দ্রযান-৩র অবতরণ। পরিস্থিতি যদি প্রতিকূল থাকে তাতে ৩-৪ দিন পিছিয়ে দেওয়া হতে পারে চন্দ্রযান-৩র চাঁদে আবতরণ। সেক্ষেত্রে ২৩ তারিখ না হয়ে আগামী ২৫-২৬ তারিখ চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩। গতবারের থেকে শিক্ষা নিয়ে এবার মেপে মেপে পা ফেলছে চন্দ্রযান-৩। কোনও পরিকল্পনা না করেই চাঁদের পীঠে অবতরকণের চেষ্টা করায় ভেস্তে গিয়েছে চন্দ্রযান-২এর সাফল্য।
কয়েকদিন আগে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ ও অবতরণ করতে গিয়ে ভেঙে পড়েছে। চন্দ্রযান-৩র আগেই অবতরণের কথা ছিল লুনা-২৫-র কিন্তু সেটা হয়নি। সেকারণে চন্দ্রযান-৩ নিয়ে একটু বেশি চিন্তাতেই রয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। যদিও তাঁরা আশাবাদী এবার তাঁরা লক্ষ্যে পৌঁছতে সফল হবেন। এবং ঠিক লক্ষ্যের দিকে নির্ধারিত সময়েই পৌঁছবে চন্দ্রযান-৩।আর মাত্র কয়েক ঘণ্টার প্রতীক্ষা।যদি নির্ধারিত সময়ের মধ্যে চন্দ্রযান চাঁদের কক্ষ পথে পৌঁছুতে এবং চাঁদের মাটি স্পর্শ করতে না পারে তাহলে বুঝতে হবে বিজ্ঞানীরা এটির অবতরনের সময় পিছিয়ে দিয়েছেন। ইংরেজিতে একটা কথা আছে, “বেটার লেট্ দ্যান নেভার” অর্থাৎ অসফলের চেয়ে দেরি হলেও ভালো।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply