July 27, 2024, 2:59 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। মোবাইল ফোন ইন্টারনেট সেবা আগামী সপ্তাহের রবি অথবা সোমবার চালু হতে পারে দেশের অর্থনীতির চাকা স্থবির, দ্রুত সচল করা অতীব জরুরি। যুবলীগ কর্মী জুয়েলকে নির্মম হত্যাকাণ্ডের পরে গাছে ঝুলিয়ে রাখে জামায়াত-শিবির ক্যাডাররা ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ হামলা রেল চলাচল বন্ধ নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪৮১ জন কয়েদি আত্মসমর্পণ করেছেন। রাজধানীর রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫দিন বন্ধ থাকার পর বেনাপোলও পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা কোটা সংস্কার আন্দোলনের সময় যারা সহিংসতা করেছে তারা যেন ঢাকা শহর না ছাড়তে পারে আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৩৩১ জন আত্মসমর্পণ করেছেন এক দিনের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্টের সব টাকা তুলে নেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানরা। কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর অন্যতম সমন্বয়ক পাঁচ দিন পর পাওয়া গেছে পৃথিবী কাঁপানো এই ছবির জন্য বিখ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন ফটোগ্রাফার, ৪ মাস পর মানসিক যন্ত্রনায় আত্মহত্যা করেছিলেন। ভালবাসার প্রতীক শুধুই তাজমহল নয়, টাটা মেমোরিয়াল হসপিটাল এবং লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্টও একটি অনন্য নিদর্শন। মশার উপদ্রব এর আতঙ্কতে সব দেশে, তবে মশা নিশ্চিহ্ন কোন দেশে? কাস্টমসে টি বয় থেকে ফাইল আটকিয়ে সম্পদের পাহাড় গড়েছেন হারুন। নড়িয়া প্রানী সম্পদ দপ্তরে ভেটারিনারি সার্জন নেই তবুও যথাযথ সেবা পাচ্ছে খামারীরা অর্থবলের চেয়ে মানের বলের অধিকারী বেশি ধনী সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ভালুকায় ১১টি প্রকল্পের উদ্ধোধন করেন এমপি ওয়াহেদ লিঙ্গকর্তনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। যশোর হ্যান্ডকাপ ওয়াকিটকি অস্ত্র সহ ভুয়া ডিবি আটক জীবন যতো দুর্বিষহ হোক, আত্মহত্যার চেষ্টা করবেন নাজে কে রাউলিং থেকে শিক্ষা নিতে হবে ভারতের কাছে আমরা চির কৃতজ্ঞ ……শফিকুর রহমান চৌধুরী অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় ৪ নাগরীক কে স্বদেশ ফেরত। ভালুকায় সড়ক দুর্ঘটনায় গাড়ি চালকের সহযোগী নিহত

শুভ জন্মদিন সুফি মোহাম্মদ আহসান হাবীব।

শুভ জন্মদিন সুফি মোহাম্মদ আহসান হাবীব।

দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সুফি মোহাম্মদ আহসান হাবীব এর আজ ৫৬ তম পবিত্র শুভ জন্মদিন। দুসস পরিবারের পক্ষ থেকে শুভকামনা ভালোবাসা ও অভিনন্দন।

সুফি মোহাম্মদ আহসান হাবীব ১৯৬৭ খৃষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর সোমবার ভোরের সূর্যোদয়ের প্রারম্ভে (সুবহে সাদিকের সময়) পবিত্র শুভ জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম হাওলাদার পরিবারের সন্তান।

সুফি মোহাম্মদ আহসান হাবীব এর পিতাঃ বিভিন্ন ভাষাবিদ বীর মুক্তিযোদ্ধা, দক্ষ নাবিক ও জাহাজ ব্যবসায়ী সুউচ্চ সুফি সাধক মরহুম মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার, (১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের হাপানিয়া যুব প্রশিক্ষণ শিবিরের কোয়ার্টার মাস্টার)। পিতামহঃ (দাদা) দক্ষ সামুদ্রিক নাবিক ও দক্ষ কৃষক এবং সুউচ্চ আধ্যাত্বিক সাধক এবং ইসলামী চিন্তাবিদ মরহুম মৌলভী হজরত আলম শাহ হাওলাদার, দাদীঃ সম্ভ্রান্ত মুসলিম রমণী মরহুম হজরত লুৎফুন্নেসা, এবং বড়বাবাঃ (দাদার পিতা) সুফি সাধক মরহুম হজরত মমতাজ উদ্দীন হাওলাদার, এবং বড় বাবার পিতাঃ সুফি সাধক মরহুম হজরত রোকনউদ্দিন হাওলাদার।

এবং তাহার মাতাঃ সম্ভ্রান্ত মুসলিম রমণী প্রখর কোরআন হাদিস ও ইসলামী জ্ঞান সম্পন্ন, কোর‌আনে হাফেজ মরহুম হজরত তাসলিমা আমিন, নানাঃ বিশিষ্ট হাকিম মরহুম হজরত সুফি আব্দুল রশিদ মুন্সী, নানীঃ সম্ভ্রান্ত মুসলিম রমণী রোকেয়া বেগম, নানার পিতাঃ বিশিষ্ট সুফি সাধক ও হাকিম হজরত লাল মোহাম্মদ মুন্সী।

সুফি মোহাম্মদ আহসান হাবীব এর পূর্বপুরুষ এই অঞ্চলের প্রাক ইসলামের সূচনা লগ্নে সুদূর ইরাকের কারবালায় রাসুল (সাঃ) এর দৌহিত্র ইমাম হজরত হোসাইন (আঃ) এর শহীদ হওয়ার পরে, দুরাচার পাপিষ্ঠ ইয়াজিদের অত্যাচারে নির্যাতিত হয়ে এই উপমহাদেশে হিজরত করেন। তাহার পূর্বপুরুষ ছিলেন রাসুল পাক নুর এ মোহাম্মদ হজরত আহাম্মদ (সাঃ) এর অন্যতম সাহাবা, পাক পাঞ্জাতন আহাল আল-বাইয়্যেত এর অন্যতম সদস্য, নুর এ মোহম্মদ এর ন্যায্য স্থলাভিষিক্ত প্রথম ইমাম হযরত আলী (আঃ) ও হজরত ইমাম হোসাইন (আঃ) এর বিশিষ্ট সহচর। অতঃপর কালের বিবর্তনে তৎকালিন ত্রিপুরা রাজ্যে পরবর্তীতে কুমিল্লা এবং বর্তমানে চাঁদপুর জেলায় বসতি স্থাপন করে অন্যান্য হিজরতকারী সাহাবায়ে কেরামদের উত্তরসূরি ওলি আউলিয়াদের সঙ্গে এই উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসার করেন।

ব্যক্তি জীবনে মোহাম্মদ আহসান হাবীব একজন আধ্যাত্বিক সাধক, তাসাওউফ গবেষক, উদ্ভাবক, কবি, লেখক, সাংবাদিক, সমাজসেবক, মানবাধিকার কর্মী, মুক্তিযোদ্ধা সন্তান সংগঠক, ব্যবসায়ী এবং সাবেক নটিক্যাল মেরিন ইঞ্জিনিয়ার।

তিনি জার্নালিস্টস ইউনিটি সোসাইটি (জেইউএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্যাট্রিয়ট ট্রেড কর্পোরেশন লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রগতি প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা এর মহাসচিব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও গবেষনা সম্পাদক, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, আধ্যাত্মিক দর্শন ও সাধনায় সুউচ্চ জ্ঞানসম্পন্ন সূফী সাধক। দরবার এ নূর এ মোহাম্মদ এর প্রতিষ্ঠাতা। একজন আধ্যাত্বিক ইসলামী শান্তিপ্রিয় চিন্তাবিদ।

দুসস পরিবার এই মহা মানবের পবিত্র শুভ জন্মদিনে তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে। দুসস পরিবার এই মহামানবকে পেয়ে ধন্য।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com