দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সুফি মোহাম্মদ আহসান হাবীব এর আজ ৫৬ তম পবিত্র শুভ জন্মদিন। দুসস পরিবারের পক্ষ থেকে শুভকামনা ভালোবাসা ও অভিনন্দন।
সুফি মোহাম্মদ আহসান হাবীব ১৯৬৭ খৃষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর সোমবার ভোরের সূর্যোদয়ের প্রারম্ভে (সুবহে সাদিকের সময়) পবিত্র শুভ জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম হাওলাদার পরিবারের সন্তান।
সুফি মোহাম্মদ আহসান হাবীব এর পিতাঃ বিভিন্ন ভাষাবিদ বীর মুক্তিযোদ্ধা, দক্ষ নাবিক ও জাহাজ ব্যবসায়ী সুউচ্চ সুফি সাধক মরহুম মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার, (১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের হাপানিয়া যুব প্রশিক্ষণ শিবিরের কোয়ার্টার মাস্টার)। পিতামহঃ (দাদা) দক্ষ সামুদ্রিক নাবিক ও দক্ষ কৃষক এবং সুউচ্চ আধ্যাত্বিক সাধক এবং ইসলামী চিন্তাবিদ মরহুম মৌলভী হজরত আলম শাহ হাওলাদার, দাদীঃ সম্ভ্রান্ত মুসলিম রমণী মরহুম হজরত লুৎফুন্নেসা, এবং বড়বাবাঃ (দাদার পিতা) সুফি সাধক মরহুম হজরত মমতাজ উদ্দীন হাওলাদার, এবং বড় বাবার পিতাঃ সুফি সাধক মরহুম হজরত রোকনউদ্দিন হাওলাদার।
এবং তাহার মাতাঃ সম্ভ্রান্ত মুসলিম রমণী প্রখর কোরআন হাদিস ও ইসলামী জ্ঞান সম্পন্ন, কোরআনে হাফেজ মরহুম হজরত তাসলিমা আমিন, নানাঃ বিশিষ্ট হাকিম মরহুম হজরত সুফি আব্দুল রশিদ মুন্সী, নানীঃ সম্ভ্রান্ত মুসলিম রমণী রোকেয়া বেগম, নানার পিতাঃ বিশিষ্ট সুফি সাধক ও হাকিম হজরত লাল মোহাম্মদ মুন্সী।
সুফি মোহাম্মদ আহসান হাবীব এর পূর্বপুরুষ এই অঞ্চলের প্রাক ইসলামের সূচনা লগ্নে সুদূর ইরাকের কারবালায় রাসুল (সাঃ) এর দৌহিত্র ইমাম হজরত হোসাইন (আঃ) এর শহীদ হওয়ার পরে, দুরাচার পাপিষ্ঠ ইয়াজিদের অত্যাচারে নির্যাতিত হয়ে এই উপমহাদেশে হিজরত করেন। তাহার পূর্বপুরুষ ছিলেন রাসুল পাক নুর এ মোহাম্মদ হজরত আহাম্মদ (সাঃ) এর অন্যতম সাহাবা, পাক পাঞ্জাতন আহাল আল-বাইয়্যেত এর অন্যতম সদস্য, নুর এ মোহম্মদ এর ন্যায্য স্থলাভিষিক্ত প্রথম ইমাম হযরত আলী (আঃ) ও হজরত ইমাম হোসাইন (আঃ) এর বিশিষ্ট সহচর। অতঃপর কালের বিবর্তনে তৎকালিন ত্রিপুরা রাজ্যে পরবর্তীতে কুমিল্লা এবং বর্তমানে চাঁদপুর জেলায় বসতি স্থাপন করে অন্যান্য হিজরতকারী সাহাবায়ে কেরামদের উত্তরসূরি ওলি আউলিয়াদের সঙ্গে এই উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসার করেন।
ব্যক্তি জীবনে মোহাম্মদ আহসান হাবীব একজন আধ্যাত্বিক সাধক, তাসাওউফ গবেষক, উদ্ভাবক, কবি, লেখক, সাংবাদিক, সমাজসেবক, মানবাধিকার কর্মী, মুক্তিযোদ্ধা সন্তান সংগঠক, ব্যবসায়ী এবং সাবেক নটিক্যাল মেরিন ইঞ্জিনিয়ার।
তিনি জার্নালিস্টস ইউনিটি সোসাইটি (জেইউএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্যাট্রিয়ট ট্রেড কর্পোরেশন লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রগতি প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা এর মহাসচিব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও গবেষনা সম্পাদক, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, আধ্যাত্মিক দর্শন ও সাধনায় সুউচ্চ জ্ঞানসম্পন্ন সূফী সাধক। দরবার এ নূর এ মোহাম্মদ এর প্রতিষ্ঠাতা। একজন আধ্যাত্বিক ইসলামী শান্তিপ্রিয় চিন্তাবিদ।
দুসস পরিবার এই মহা মানবের পবিত্র শুভ জন্মদিনে তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে। দুসস পরিবার এই মহামানবকে পেয়ে ধন্য।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply