ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়কলকাতা প্রতিনিধি: প্রখ্যাত বাংলা সিনেমার পরিচালক মৃণাল সেনের কথা অনেকেই জানেন। অসংখ্য ছবি উপহার দিয়ে তিনি যশস্বী হয়েছেন। জানেন কি এই মৃণাল সেনের আদি বাড়ি ছিলঅনাথের মোড়, ঝিলটুলী, ফরিদপুর, বাংলাদেশে।
হ্যাঁ,প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃনাল সেনের বাড়ি এই বাংলাদেশেই। সময়ের স্রোতে আজ গ্রাস করেছে সবকিছু। চারদিকে শুধু হাহাকার আর ধ্বংসযজ্ঞ।
মৃণাল সেন ফরিদপুরের ঈশান স্কুল থেকে মেট্রিকুলেশন এবং রাজেন্দ্র কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর ১৮ বছর বয়সে স্নাতক পর্যায়ে পড়ার জন্য কোলকাতায় চলে যান। স্কটিশ কলেজ থেকে স্নাতক এবং কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স করার পর এক পর্যায়ে ছবি পরিচালনায় মনোনিবেশ করেন।
মৃণাল সেন কোলকাতায় গিয়ে কোলকাতাকেই আপন করে নিয়েছিলেন।কথায় আছে, নাড়িরটান কখনো নাকি ভোলা যায় না। ১৯৯১ সনে বাংলাদেশ সফরে এসে তিনি ফরিদপুরের কাছাকাছি আসতেই আবেগাপ্লুত হয়ে পড়েন! ফেরীতে পদ্মা পার হওয়ার সময়ই নীরব হয়ে যান এবং অদ্ভুত চোখে পদ্মার দিকে তাকাতে থাকেন। সহজ-সরল কিন্তু ব্যতিক্রমধর্মী, অসাধারণ মানুষ মৃণাল সেন অত্যন্ত উন্নত ইংরেজি বলতেন।
তিনি বাংলা এবং ইংরেজি ছাড়া আর কোন ভাষায় কথা বলতেন না, যদিও হিন্দী, তেলেগু, উড়িয়া ভাষায় তিনি বিখ্যাত সব ছবি বানিয়েছেন।তার সম্মাননা তালিকা অনেক বড় তার মধ্যে একটি হলো “২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন।”
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply