ভয়াবহ ভূমিধসে গুঁড়িয়ে গেছে ভারতের সিকিমে অবস্থিত তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাধের বিদ্যুৎ কেন্দ্রে ভূমিধসের এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ কেন্দ্র থেকে আগেই সবাইকে সরিয়ে নেয়ার কারণে কোনো হতাতের ঘটনা ঘটেনি। বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, পাহাড় ধসে মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রটি ভেঙে যায়।
৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। ছোট ছোট ভূমিধসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এরপর ধসে পড়া মাটিতে এটি চাপা পড়ে যায়।
২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল। এছাড়া ওই বছর আকস্মিক বন্যায় চুংথাংয়ের তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায়। এটি সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply