ঋতম্ভরা বন্দোপাধ্যায় কলকাতা প্রতিনিধি গত ১৯ সেপ্টেম্বর আরজিকর হাসপাতালে মেয়ে চিকিৎসকের ওপর গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলার সাধুসন্তরা ও পথে নামলেন। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শ্রীধর জিউ মন্দিরের সম্মুখে অস্থায়ী মঞ্চে বোম বোম ভোলা মহারাজের নেতৃত্বে সাধু সন্তরা তিন দিনের অনশন কর্মসূচিতে অংশগ্রহন করলেন। তাদের সহযোগিতা করলেন নাথ সম্প্রদায়ের দুই মহারথী শ্রাবনী নাথ এবং মৃত্যুঞ্জয় নাথ ।
গীতা পাঠ ও ধর্মীয় শ্লোকোচ্চারনের মধ্য দিয়ে বোম বোম ভোলা মৃতার আত্মার শান্তি কামনা করেন। তিনি সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের কর্তব্যের গাফিলতির তীব্র নিন্দা করে বলেন , ” এটা বর্বরোচিত যৌনাচার ও নিকৃষ্ট হত্যাকাণ্ড। সম্ভাবনা পূর্ণ আমাদের কন্যা চিকিৎসককে এক দঙ্গল পশু গণধর্ষণ করে নারকীয় অত্যাচার করে হত্যা করেছে গত ৮ আগস্ট। আরজিকর হাসপাতাল হয়ে উঠেছিল চরম আর্থিক দুর্নীতি ও নারকীয় যৌনাচারের আখড়া। শ্রাবনী নাথ বলেন, ” দুর্নীতি ও পৈশাচিক যৌনাচারের জন্য বাইরে থেকে যৌনকর্মীদের ও আনা হতো। মদের আসর বসতো হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতে। মদ, জুয়া, যৌনাচার ও চরম আর্থিক দুর্নীতির সমস্ত তথ্য ফাঁস করার হুমকি দিয়েছিল মেয়ে চিকিৎসক অভয়া। তাই সন্দীপের মস্তান, সমাজবিরোধী গ্যাং তাকে তাকে সরিয়ে দিতেই গণধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে। মৃত্যুঞ্জয় নাথ বলেন, ” রাজ্যে শাসকদলের পৃষ্ঠপোষকতার সর্বত্রই চলছে চুরি , ডাকাতির , ধর্ষণের অরাজক পরিস্থিতি। এই নিকৃষ্ট ঘটনার সঙ্গে জড়িত নীচু তলা থেকে শীর্ষ স্তরের নেতৃত্ব। তিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে সঙ্গে অন্যান্য অপরাধী এমনকি তাদের মাথাকেও গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের দাবি জানান।
তিনি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি গুলির প্রতি পূর্ণ সমর্থন জানান। অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল শংকরাচার্য , বোম বোম ভোলা মহারাজ ও সর্বানন্দ মহারাজের।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply