দুসস ডেস্কঃ কলকারখানায় ব্যবহৃত কেমিক্যালযুক্ত পানি নদী, খাল, বিল ও কৃষিজমিতে অবাধে ছাড়া হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের ভারসাম্যের জন্য চরম হুমকিস্বরূপ। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আইনে বলা হয়েছে, কলকারখানার কেমিক্যালযুক্ত ময়লা পানি তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি প্ল্যান্ট Effluent Treatment Plant ব্যবহার করে আবার সেই পানি কাজে লাগাতে হবে। কিন্তু এই পদ্ধতি ব্যবহারে প্রচুর টাকা প্রয়োজন হওয়ায় অধিকাংশ কারখানার ইটিপি প্ল্যান্ট বন্ধ থাকে।
কারখানাগুলোতে লোক দেখানো ইটিপি প্ল্যান্ট তৈরি করে রাখা হয়। বছরে একবারও ইটিপি ব্যবহার করে না এমন কারখানার সংখ্যাই বেশি। আর এই দূষিত পানির কারণে নদীর পানি এতটাই দূষিত হচ্ছে যে, সেখানে জলজ প্রাণের অস্তিত্ব মারাত্মক সংকটে পড়ছে। পরিবেশ অধিদপ্তরই নদীকে মৃত বলছে। কৃষিজমিতে ফসল আবাদ করা যাচ্ছে না। এতে মানবশরীরে বিভিন্ন মারাত্মক রোগ বাসা বাঁধছে। প্রতিটি কলকারখানায় লোক দেখানো ইটিপি প্ল্যান্ট না রেখে তার সঠিক ব্যবহার করা অতীব প্রোয়জন। তা না হলে আমাদের নদী ও পরিবেশের ভারসাম্য হারিয়ে যাবে। প্রতিটি কলকারখানায় বাধ্যতামূলক ইটিপি প্ল্যান্ট ব্যবহার নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তরের নজরদারি থাকতে হবে, তার জন্য আরও জনবল নিয়োগ দিতে হবে। এতে নদী ও পরিবেশের সঙ্গে মানুষের জীবনও রক্ষা পাবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply