শেখ পরিবারের ঘনিষ্ঠ সহযোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালীদ হোসেন ওরফে অলিদ সিকদারের বাড়ি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, প্রাণের ভয়ে করেছেন দেশত্যাগ, তাহার নামে হয়েছে মিথ্যা মামলা।
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে, শেখ হেলাল এমপির একজন গুরুত্বপূর্ণ একান্ত ব্যাক্তিগত সচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ ওয়ালীদ হোসেন (৬৭) যিনি অলিদ সিকদার নামেও পরিচিত, গত ৫ আগস্ট তার বাসভবন পুড়িয়ে দেওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি।
বাংলাদেশের প্রভাবশালী শেখ পরিবারের ঘনিষ্ঠ এই ব্যক্তির বিরুদ্ধে বর্তমানে মিথ্যা ভিত্তিহীন হত্যা মামলা দায়ের করা হয়েছে। যেখানে একই মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সহ আরো অনেক মন্ত্রীদের আসামী করা হয়েছে। এ কারনে বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালীদ হোসেন ওরফে অলিদ সিকদার ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে আছেন, এতেকরে তার জীবন নিয়ে ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছেন তিনি।
গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার দেশজুড়ে ব্যাপক সন্ত্রাসী ও জঙ্গী সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতার মধ্যেই অলিদ সিকদারের বাসভবনে অগ্নিসংযোগ করে জঙ্গি ও সন্ত্রাসীরা। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনেও লুটপাট ও ভাঙচুর চালায় তারা। শেখ হেলাল এমপির বাসভবনও হামলাকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
অলিদ সিকদার শেখ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং শেখ হেলাল এমপির রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তিনি সাবেক দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন এবং তার নীজ এলাকায় একজন জনপ্রিয় ব্যাক্তি হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্ররোচিত বলে অনেকে মনে করছেন।
এই সময়ের রাজনৈতিক অস্থিরতা, শেখ পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা এবং মিথ্যা মামলার কারণে অলিদ সিকদারের জীবন বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত তিনি বর্তমানে কোথায় আছেন তা অজানা। তাহার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় অলিদ শিকদারকে ৬০১ নং আসামী করা হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালীদ হোসেন ওরফে অলিদ সিকদার এর পিতা দীন মোহাম্মদ সিকদার ও মাতার নাম মোসাঃ মেহেরুন্নেসা, ঠিকানা-মোল্লাহাট, বাগেরহাট। বর্তমান দেশের রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে অলিদ শিকদারের স্ত্রী সন্তান সহ তার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতা ও প্রান নাশের ঝুঁকির মধ্যে রয়েছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply