এতদ্বারা দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর ২০১৯ সালে যে সকল পরিচালক, কর্মকর্তা, প্রতিনিধি ও কর্মচারীগণ কর্মরত ছিলেন, তাহাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আমরা বারবার আমাদের ওয়েব পেইজে এবং ফেসবুক পেইজে ২০১৯ সালের পুরোনো ডিজাইনের এবং মেয়াদউত্তীর্ণ কার্ড জমা দিয়ে বর্তমান কিউআর কোড সংবলিত ২০২০ সালের নতুন কার্ড রিনিউ করার জন্য বলা হয়েছিল। কিন্তু এযাবৎ বেশীরভাগ পরিচালক, কর্মকর্তা, প্রতিনিধি ও কর্মচারীগণ তাহাদের ২০১৯ সালের প্রতিষ্ঠানের আইডি কার্ড জমা দেননি এবং নিয়োগ ও দায়িত্ব নবায়ন করেননি। এবং অনেকেই প্রতিষ্ঠানের অফিসে যোগাযোগও করেননি। এমতাবস্থায় আপনাদের এহেনো গাফিলতির কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্য্যক্রম ব্যাহত হচ্ছে।
এমতাবস্থায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মোতাবেক ২০১৯ সালের নিয়োগ এবং দায়িত্বপ্রাপ্ত যেসকল পরিচালক, কর্মকর্তা, প্রতিনিধি, ও কর্মচারীগণ এই নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশের আগ পর্যন্ত এখনো যোগাযোগ করেননি তাহাদের সকলের দায়িত্ব ও কর্তব্য থেকে অব্যহতি প্রদান করা হলো। এবং ২০১৯ সাল পর্যন্ত ইস্যুকৃত প্রতিষ্ঠানের সকল আইডি কার্ড বাজেয়াপ্ত করা হলো। এই নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশের পরে উল্লেখিত সকল পরিচালক, কর্মকর্তা, প্রতিনিধি, ও কর্মচারীগণদের দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর পরিচালক, কর্মকর্তা, প্রতিনিধি, ও কর্মচারী হিসেবে পরিচয় দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আমাদের এই নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে যদি কোনো ব্যক্তি দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর পরিচালক, কর্মকর্তা, প্রতিনিধি, ও কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে কোনো কাজকর্ম বা লেনদেন করে থাকে তাহলে দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) কোনোভাবেই তাহার দায়িত্ব নিবে না। উল্লেখ্য এই নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেও যদি কোনো ব্যক্তি দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর পরিচালক, কর্মকর্তা, প্রতিনিধি, ও কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে কোনোপ্রকার অপরাধ বা অনৈতিক কাজের সঙ্গে জড়িত প্রমান পাওয়া যায় তাহলে দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) বিনা কৈফিয়তে বিনা নোটিশে যেকোনো সময় আইগত ব্যবস্থা নিবে।
আদেশক্রমেঃ
কর্তৃপক্ষ,
দুরন্ত সত্যের সন্ধানে (দুসস)
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply