চট্টগ্রাম জেলার হাটহাজারীর একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ময়দায় বানানো বিপুল পরিমাণ নকল সেকলো ক্যাপসুল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ফার্মেসির গোডাউন থেকে লাখ টাকা মূল্যের সরকারি ওষুধও জব্দ করা হয়। পরবর্তীতে আলম ফার্মেসি নামে ওই ঔষধের দোকানটি সীলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। পৌরসভার আলম ফার্মেসিতে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন।
মোঃ রুহুল আমিন জানান, ফেসবুকে অভিযোগ পেয়ে আলম ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ময়দা দিয়ে বানানো ২২৪ পাতা নকল সেকলো ক্যাপসুল এবং লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয়। তিনি জানান, আসল সেকলোর দানাগুলো ছোট ছোট। ক্যাপসুলের গায়ে স্কয়ার লেখা থাকে। দানাগুলোর স্বাদ তিতা হয়। অন্যদিকে নকল সেকলোর দানাগুলো হোমিওপ্যাথিক দানার আকারের। দানার স্বাদ ময়দার মতোই।
ইউএনও আরো বলেন, গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে বাজারে সবচেয়ে বেশি চাহিদা সেকলো ক্যাপসুলের। এর সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নকল সেকলো বাজারজাত করছে। মানুষকে ঠকাচ্ছে। জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। অভিযানের খবর পেয়ে ফার্মেসি মালিক পালিয়ে গেছে। এদিকে আলম ফার্মেসি বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান ইউএনও মোঃ রুহুল আমিন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply